আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যে রয়েছে অসাধারণ সব প্রতিভা। কিন্তু সেই প্রতিভা হাজারো প্রতিকূলতা ও সমস্যার কারণে অপ্রকাশিত থেকে যায়। তবে, কথায় আছে যদি ইচ্ছাশক্তি প্রবল হয়, তাহলে ইচ্ছা শক্তির কাছে হার মানে সমস্ত প্রতিকূলতা। এধরণের উদাহরণ রয়েছে প্রচুর। আজকাল ইন্টারনেটের যুগে প্রতিভাবানদের নানান ভিডিও প্রকাশ্যে আসে। কখনো নাচ তো কখনো গান নিমেষে ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে।
এবার হাজারো প্রতিকূলতার মাঝে থেকেও প্রতিভা প্রকাশ পেলো হুগলির মেয়ে চাঁদমনির। হুগলির ইটাচুনার এক দরিদ্র পরিবারের মেয়ে চাঁদমনি। মাথার ওপর বাবার হাত টুকু নেই, অতি কষ্টে সারা দিন খেটে তবে চলে সংসার। প্রথাগত সংগীত শিক্ষার কোনো অবকাশই মেলেনি তাঁর। অতিকষ্টে কোনোমতে পড়াশোনা চালাচ্ছে সে। পাশের বাড়িতে চলা গান গুনগুন করতেই গানের শুরু। শুনে শুনেই মুখস্ত করত গান, সেই গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই ভাইরাল হয়ে পরে।
চাঁদমনির গলার সাথে নেহা কক্করের গলার তুলনা শুরু হয়। জুনিয়ার নেহা কক্কর নাম ফেমাস হয়ে পরে ইটাচুনার চাঁদমনি। এবার সেই চাঁদমনির প্রথম বলিউদের গান রিলিজ হচ্ছে। গানের ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ভিডিওতে গানের শুটিং এর কিছু দৃশ্য দেখা যাচ্ছে। ইন্ডিয়ান মিক্সড ভিডিওস নামক এক ইউটিউবে চ্যানেলের তরফ থেকে গানের এই ট্রেলারটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর শেষে রয়েছে বার্তা যে ছদ্মনির বলিউড গান আসছে খুব শীঘ্রই।