সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাস। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্ক বহুদিনের। দিনের পর দিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররাও কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠে। এই কারণেই এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও তার চরিত্রদের ভুলতে পারেনা দর্শকরা।
দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় স্টার জলসার এমনই একটি সিরিয়াল ছিল ‘শ্রীময়ী’। এই ধারাবাহিকের খলনায়িকা জুন আন্টির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। সেসময় জুন আন্টি মানেই মুখ বেঁকানো। ওটাই ছিল তার সিগনেচার স্টাইল। তাই নায়িকা নয় খলনায়িকা হয়েই তিনি যে পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছেন তাতে এক কথায় আপ্লুত অভিনেত্রী নিজেই।
তবে শুধু তাই নয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও তাকে ভীষণ মিস করছেন দর্শকরাও। তাই অনুরাগীদের জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া নানারকম ভিডিও শেয়ার করতে দেখা যায় পর্দার জুন আন্টিকে। অভিনেত্রী হয়েও অত্যন্ত মাটির মানুষ ঊষসী। এই কারণেই নিয়মিত কড়া ডায়েট মেনে চললেও মাঝেমধ্যেই প্রিয় খাবার খেতে কখনো রেস্টুরেন্টে কিংবা কখনো কলকাতার অলি গলিতে পৌঁছে যান নায়িকা।
তেমনি সম্প্রতি অভিনেত্রী নিজের প্রিয় খাবার খেতে পৌঁছে গিয়েছিলেন হাজরা মোড়ে। পরনে হলুদ শাড়ি আর সবুজ স্লিভলেজ ব্লাউজ পরে পৌঁছে গিয়েছিলেন হাজরার মোড়ে। সেখানে দাঁড়িয়েই তৃপ্তি করে খেলেন বাপুজী কেক আর মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা চা। শুধু তাই নয় অভিনেত্রীকে দেখা গেল অবলীলায় চায়ের কাপের মধ্যে ডুবিয়ে দিলেন বাবুজি কেক। তারপরে এক কামড়েই প্রাণ জুড়ালো অভিনেত্রীর।
View this post on Instagram
প্রসঙ্গত অভিনেত্রীর এইভাবে বাবুজি কেক চায়ে ডুবিয়ে খাওয়া দেখে অনেকেই মিল পেয়েছেন নিজেদের সাথে। সকলেই একবাক্যে স্বীকার করেছেন তার সাথে বাবুজি কেক ডুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। প্রসঙ্গত এই ভিডিওর শুরুতেই অভিনেত্রী জানিয়েছেন বাবুজি কেক তার ভীষণ পছন্দের। কিন্তু ছোটবেলায় বাড়িতে বকা খাওয়ার ভয়ে এই কেক তিনি তেমন খেতে পারতেন না। তাই হাজরার মোড়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে বাপুজি কেক খাওয়ার মধ্যে এক নিষিদ্ধ আনন্দ উপলব্ধি করেছেন অভিনেত্রী।