• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোড়া কপাল! Didi no 1-এর মঞ্চে ল্যাটা মাছ হাতে জুন আন্টিকে তাড়া করল রচনা, রইল ভাইরাল ভিডিও

সারা সপ্তাহজুড়ে টেলিভিশনের পর্দায় একঘেয়ে সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন দর্শক। তাই দর্শকদের স্বাদ বদলের জন্য সিরিয়ালের মাঝেই দর্শকদের বিনোদনের জন্য থাকে বিভিন্ন ধরণের নন ফিকশন শো। জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় এমনই একটি রিয়ালিটি শো হল ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)।

বেহালার বাসিন্দা জনৈক ব্যক্তি কিছুদিন আগেই এই শোয়ের বিরুদ্ধে এনেছিলেন এক বিস্ফোরক অভিযোগ। তিনি দাবি করেন  ‘টিআরপির লোভে মহিলাদের নিয়ে মিথ্যে নাটক দেখাচ্ছে দিদি নাম্বার ওয়ান’!  ক্যামেরার সামনে এসে খুব স্পষ্ট ভাবেই তিনি বলেছেন ‘কিছু মেয়ের জন্য আজ অনেক ছেলেরাও অত্যাচারিত। হাতজোড় করে বলছি দিদি নাম্বার ওয়ানের মতো রিয়েলিটি শো বন্ধ করা হোক।’

   

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জুন আন্টি,June Aunty,ঊষসী চক্রবর্তী,Ushasie Chakraborty,ল্যাটা মাছ,Lyata Mach

কিন্তু প্রচন্ড নিন্দার মুখে পড়লেও এই শো নিয়ে দর্শকমহলে উন্মাদনার কিন্তু কোনো কমতি নেই। শুরু থেকেই এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছে টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের কাহিনী শোনাতে আসেন বাংলার অসংখ্য দিদিরা। যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অগণিত দিদিদের।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জুন আন্টি,June Aunty,ঊষসী চক্রবর্তী,Ushasie Chakraborty,ল্যাটা মাছ,Lyata Mach

তবে শুধু সাধারণ মানুষই নয় মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে আসেন সেলিব্রেটিরাও। তাই একথা ঠিক দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রতিটা এপিসোড দর্শকদের অত্যন্ত পছন্দের হলেও যেদিন সেলিব্রেটিরা আসে সেই দিন এই শো দেখার মজা দ্বিগুণ হয়ে যায় দর্শকদের।সবমিলিয়ে প্রতি সিজনেই বেড়ে চলেছে দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জুন আন্টি,June Aunty,ঊষসী চক্রবর্তী,Ushasie Chakraborty,ল্যাটা মাছ,Lyata Mach

প্রসঙ্গত বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকাদের কথা উঠলে সবার প্রথমে আসে একটাই নাম ,তিনি হলেন  স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’র জুন আন্টি (June Aunty) অর্থাৎ অভিনেত্রী  ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। খুব শিগগিরই দিদি নাম্বার ওয়ানের আগামী পর্বে অর্থাৎ শুক্রবারের এপিসোড হাজির থাকবেন তিনি। তার সাথেই থাকছেন জগদ্ধাত্রী সিরিয়ালের শকুন্তলা মানে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Moitra)।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জুন আন্টি,June Aunty,ঊষসী চক্রবর্তী,Ushasie Chakraborty,ল্যাটা মাছ,Lyata Mach

পর্দায় তাদের গা জ্বালানো অভিনয় দেখে দর্শকদের যতই রাগ হোক না কেন বাস্তবে কিন্তু দুজনেই দারুন হাসিখুশি।এদিন প্রকাশ্যে আসা দিদি নাম্বার ওয়ান-এর আসন্নই পর্বের ভিডিওতে দেখা গিয়েছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে গিয়ে মহা বিপদে পড়েছেন বাংলা টেলিভিশনের এই দুই জনপ্রিয় খল নায়িকা। শোয়ের এক মজার গেম শো তে এই দুই নায়িকা কে ল্যাটা মাছ ধরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু ভয়ের চোটে একপা এগিয়ে গিয়েও দুপা পিছিয়ে আসেন তাঁরা। কাঁচের ভিতর রাখা ল্যাটা মাছ (Lyata Mach) ধরার সাহসে কুলিয়ে ওঠেনি  এই দুই অভিনেত্রীর। পর্দার জনপ্রিয় খলনায়িকা জুন আন্টি তো মাছের নড়াচড়া দেখেই  লাফালাফি শুরু করে দেন। পর্দার দুই খলনায়িকার এমন কাণ্ডকারখানা দেখে হাসিতে ফেটে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত অন্যান্য প্রতিযোগীরা। শেষমেষ দেখা যায় খোদ  রচনা বন্দ্যোপাধ্যায় নিজে এসে  একবারেই ল্যাটা মাছ তুলে নেন। আর হাতে জ্যান্ত লাটা মাছ তুলে নিয়েই জুন আন্টির পিছনে ছুটতে শুরু করেন রচনা। এই দৃশ্য দেখে হাসি থামছে না দর্শকদেরও।

site