• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“মালিককে গিয়ে বল জুন আন্টি এসেছে”! ‘খোকা’র স্টাইলে সুখবর জানালেন ঊষসী চক্রবর্তী

বাংলা সিরিয়ালগুলোর মধ্যেই জনপ্রিয়তার যুদ্ধ লেগেই থাকে। দর্শকদের পছন্দে সেরা সবাই হতে চায়। এই দৌড়ে বেশ এগিয়েই রয়েছে শ্রীময়ী (Sreemoyee)। মাঝে কিছুদিন টিআরপি পরীক্ষায় ভালো ফল করতে পারেনি সিরিয়ালটি। যার কারণ হিসাবে সিরিয়ালের টাইম স্লট চেঞ্জ হওয়া দায়ী কিছুটা। এই কারণে সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিল দর্শকেরা। তবে নিজের পুরোনো গৌরব ফিরে পেয়েছে শ্রীময়ী। ধীরে ধীরে আবার টিআরপি তালিকায় স্বমহিমায় ফিরছে সে।

ইতিমধ্যেই সিরিয়ালের ৬০০ পর্ব পার হয়ে গিয়েছে। এই উপলক্ষে একটা ছোট খাটো পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন লেখিকা লীনা গাঙ্গুলি থেকে শুরু করে শ্রীময়ী অভিনেত্রী ইন্দ্রানী হালদার, টোটা রায়চৌধুরী, ও আরো অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। পার্টিতে লেখিকার কাছে সিরিয়ালের রোহিতকে পাবার আর্জি জানিয়েছিলেন শ্রীময়ী অভিনেত্রী নিজেই।

   

তবে এসবের মাঝেই মন খারাপ শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রানী হালদারের। কারণ সিরিয়ালে জুন আন্টিকে বড় মিস করছিলেন এবং সেকথাও নিজেই জানিয়েছিলেন ইন্দ্রাণী হালদার। পরায় দু’মাস ধারাবাহিকে জুনের দেখা মেলেনি। অবশেষে সকলের আবদারে ‘জুন’ ফিরছেন ‘শ্রীময়ী’তে। অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘খোকা’ চরিত্রের মেজাজেই নিজের প্রত্যাবর্তনের ঘোষণা করলেন ঊষসী।

শ্রীময়ী Sreemoyee

শ্রীময়ীর একটি সাম্প্রতিক প্রোমো নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে ‘খোকা’র মেজাজে ঊষসী বললেন, ” মালিককে গিয়ে বল জুন আন্টি ফিরে এসেছে।” ধারাবাহিকের নতুন এই প্রোমোতে দেখা যাচ্ছে, বেশ কয়েক বছর কেটে গিয়েছে। এই সময়টা সংশোধনাগারে কাটিয়েছে জুন। ফের আনন্দ নিকেতনে ফিরে ‘জুন’ কী অবতার ধারণ করে এখন সেটাই দেখার।

site