প্রায় কয়েক দশক ধরে লাগাতার বলিউড (Bollywood) কাঁপিয়েছে নব্বই দশকের অভিনেত্রী জুহি চাওলা (Juhi chawla)। আজ এই বয়সেও তার জনপ্রিয়তায় বিন্দু মাত্র ভাটা পড়েনি৷ আজও তার জন্য পাগল অসংখ্য পুরুষ ভক্ত।
সম্প্রতি নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে জুহি চাওলার অনেক আগের একটি ভিডিও। যা রীতিমতো ঘুম কেড়েছে নেটজনতার। কোটি কোটি ভিউ শেয়ার টেনেছে জুহি চাওলার এই ‘হট’ ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পোশাক বদলাচ্ছেন জুহি চাওলা। সবুজে মোড়া কোনো এক জায়গায় ঘুরছিলেন নায়িকা হঠাৎই নেমে গেল বৃষ্টি। আর উপায় না দেখে একটি পরিত্যক্ত কাঠের বাড়িতে ঢুকে পড়েন হলুদ লং ফ্রকে লাস্যময়ী জুহি। চারপাশ ফাঁকা, কেউ নেই, জামাটা ভিজে গিয়েছে। তাই সেখানেই পোশাক বদলাতে শুরু করলেন অভিনেত্রী। ভেজা পিঠ আর রোমান্টিক আবহে নায়িকার হট ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল।
তবে, এই ভিডিওটি এখনকার নয়। ১৯৯৩ সালের সুপারডুপার হিট ছবি ‘ডর’-এর একটি দৃশ্য। ২৬ বছর বাদে ফের নেট দুনিয়ায় ফিরে এল জুহির সেক্সি ভিডিও। প্রমাণ করল, এতবছরেও জুহি ম্যাজিক এতটুকু ফিঁকে হয়নি।














