সম্প্রতি ৫জি (5G) নিয়ে দিল্লি হাইকোর্টে (Delhi High Court) মামলা করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। অভিনেত্রীর মতে ৫জি পরিষেবা পরিবেশ ও সমগ্র জীবজগতের জন্য খুবই ক্ষতিকারক এমনটাই বলছেন পরিবেশবিদরা। তাই ৫জি টেলিকম পরিষেবা চালু হবার প্রস্তুতি শুরু হতেই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জুহি। কিন্তু মামলা করে শেষমেশ মুখ পুড়েছে অভিনেত্রীর।
জুহি চাওলার সাথে পরিবেশপ্রেমী ও স্বেচ্ছাসেবী ব্বিরেশ মালিক ও টিনা বচনী মাইল একত্রে মামলা করেছিলেন দিল্লি হাইকোর্টে। তাদের বক্তব্য ছিল ৫জি টেলিকম পরিষেবার জন্য যে স্পেকট্রাম ব্যবহার করা হবে সেটির তেজস্ক্রিয় বিকিরন পরিবেশের বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি করবে। কিন্তু জুহি চাওলার এই মামলা শুধুমাত্র জনপ্রিয়তা পাবার লোভেই নাকি করা! এই মর্মেই রায় দিল দিল্লি হাইকোর্ট।
হাইকোর্টের মতে মামলার কোনো পোক্ত যুক্তি নেই। তাছাড়া নানান অপ্রয়োজনীয় ও অযৌক্তিক তথ্য দেওয়া হয়েছে মামলায়। বোঝাই যাচ্ছে যারা মামলা করেছেন তারা ৫জি টেকনোলজি সম্পর্কে সঠিক ধারণা নেই। আদৌ পরিবেশ রক্ষা নাকি জনপ্রিয়তা লাভ এই মামলার উদ্দেশ্য! শুধু তাই নয়, জুহি চাওলাকে ২০ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে। অবশ্য কোর্টের জনপ্রিয়তার পক্ষের যুক্তি ফেলে দেবার মত নয়। মামলার শুনানির জন্য কোর্ট প্রদত্ত লিংক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী।
অথচ শুনানিতে যে বিরূপ প্রতিক্রিয়া মিলবে হয়তো আশা করতেই পারেননি তিনি। কিন্তু মুশকিল হল সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা লাভ করা এতটা সোজা না হলেও খিল্লির বা ট্রোলের শিকার হওয়াটা অনেক বেশি সোজা। আর জুহির মামলার পর ২০ লক্ষ টাকার জরিমানা হবার ঘটনায় মিমের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। ইতিমধ্যেই একাধিক মিম শেয়ার ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোকে।
Delhi Court imposed ₹20 lakh fine on Juhi Chawla and called her case against 5g a publicity stunt#JuhiChawla to Judge – pic.twitter.com/Udsju9PV38
— अंशुल KARNAL (@Anshulkarnal) June 4, 2021
এক নেটিজেন সিংহম ছবির একটি দৃশ্য তুলে জুহি চাওলার মামলাটিকে ব্যাঙ্গ করে মিম শেয়ার করেছেন যেখানে লেখা আছে, ‘চিটিং করতা হ্যায় তু’। তো আরেক নেটিজেন লিখেছেন, ‘ ভারতীয় প্রযুক্তির জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ। আমাদের প্রথম ভারতীয় নাগরিক হলেন জুহি চাওলা যিনি সম্প্রচারের উদেশ্যে ৫ জি ব্যবহারের জন্য ২০ লক্ষ টাকা দিয়েছেন।