• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের আগ্রহ নেই! তবে রূপে বলি অভিনেত্রীদের টেক্কা দেবে জুহি চাওলার মেয়ে, রইল একগুচ্ছ ছবি

বলিউডের বিখ্যাত অভিনেত্রী জুহি চাওলা (Juhi Chawla)। নব্বইয়ের দশকে বলিউডের প্রথমসাররি অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী। তার একটা হাসিই হাজারো দর্শকের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। অবশ্য বর্তমানে ৫০ পেরিয়েও একইরকম সুন্দরী রয়ে গিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর দুই সন্তান রয়েছে এক ছেলে অর্জুন মেহতা (Arjun Mehta) ও এক মেয়ে জাহ্নবী মেহতা (Janhavi Mehta)। আজ জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে নিয়েই কিছু কথা তুলে ধরব।

বর্তমানে অভিনেত্রী অভিনয়ের থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন। তবে সম্প্রতি জুহি চাওলা ও তাঁর মেয়ে জাহ্নবী হটাৎ করেই শিরোনামে এসেছেন। যার কারণ সম্প্রতি হওয়া আইপিএল এর নিলামে দেখা গিয়েছে তাদের। অনেকেই এটা জানেন শাহরুখ খানের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমের সহ মালিকানা রয়েছে জুহির কাছে। আর তাই এবারের নিলামে হাজির হয়েছিলেন মা মেয়ে।

   

Juhi Chawla,Janhavi Mehta,IPL Auction,জুহি চাওলা,জুহি চাওলার মেয়ে জাহ্নবী,জাহ্নবী মেহতা,আইপিএল নিলাম,Janhavi Mehta Viral Photos,Janhavi Mehta in IPL Auction,Youngest Member of IPL Auction

সাধারণত বলিতারকাদের সন্তানেরা একটা বয়সের পরে বাবা মায়ের সূত্রে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি করেন ও অভিনয়ের জগতে নাম লেখান। তবে জুহি কন্যা জাহ্নবী কিন্তু একেবারেই সেটা চান না। তারমতে অভিনয়ের প্রতি আগ্রহ নেই তাঁর বরং লেখিকা হতে চান তিনি। যদিও বলি অভিনেত্রীদের তুলনায় জাহ্নবী কিন্তু কম সুন্দরী নন।

Juhi Chawla,Janhavi Mehta,IPL Auction,জুহি চাওলা,জুহি চাওলার মেয়ে জাহ্নবী,জাহ্নবী মেহতা,আইপিএল নিলাম,Janhavi Mehta Viral Photos,Janhavi Mehta in IPL Auction,Youngest Member of IPL Auction

সম্প্রতি জাহ্নবী মেহতার ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হতে শুরু করেছে। আইপিএল নিলামে শাহরুখ খান পুত্র আরিয়ান খানের পাশেই দেখা গিয়েছে জাহ্নবীকে। কিছুদিন আগেই জুহি চাওলা নিজের ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে লন্ডনে স্নাতকের পড়াশোনা করতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও কখনো মায়ের সাথে তো কখনো পরিবারের সাথে বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাকে।

Juhi Chawla,Janhavi Mehta,IPL Auction,জুহি চাওলা,জুহি চাওলার মেয়ে জাহ্নবী,জাহ্নবী মেহতা,আইপিএল নিলাম,Janhavi Mehta Viral Photos,Janhavi Mehta in IPL Auction,Youngest Member of IPL Auction

প্রসঙ্গত, পড়াশোনায় খুবই ভালো জাহ্নবী। নিজের ক্লাসের টপ র‍্যাঙ্কারদের মধ্যেই থাকে সে। আর বর্তমানে পড়াশোনায় ভালো হওয়ার পাশাপাশি সবচাইতে ছোট বয়সে আইপিএল এর নিলাম টেবিলে বসে রীতিমত শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে অভিনয়ে না আসতে চাইলেও বলিউডের সিনেমা বেশ ভালো লাগে তার। জানা গিয়েছে বলিউডে জাহ্নবীর প্রিয় অভিনেতা বরুন ধাওয়ান।