• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে গুড্ডিকে প্রোপোজ করল যুধাজিৎ, ফাঁস হল ‘গুড্ডি’র জমজমাট ট্র্যাক

Published on:

Judhajit proposes Guddi in Guddi serial

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত ‘গুড্ডি’ (Guddi) ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের চর্চার কেন্দ্রে থাকে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রেও চলে আসে সেই ধারাবাহিক। সিরিয়ালের একঘেয়ে ত্রিকোণ প্রেমের ট্র্যাকের কারণে মাঝেমধ্যেই ক্ষোভ উগড়ে দিত দর্শকরা। তবে গত কয়েকদিন ধরে দর্শকদের সেই বিরক্তি অনেকটাই কেটেছে। থ্যাঙ্কস টু যুধাজিৎ (Judhajit) অর্থাৎ অভিনেতা দেবোত্তম মজুমদার।

‘গুড্ডি’তে একই শিরিন-অনুজ-গুড্ডির ত্রিকোণ প্রেমের ট্র্যাক দেখতে দেখতে অধৈর্য হয়ে পড়েছিল দর্শকরা। কিন্তু যুধাজিৎ এন্ট্রি নিতেই ধারাবাহিকটির প্রতি নতুন করে আগ্রহ জেগেছে দর্শকদের। লেখিকা লীনা গাঙ্গুলীর এই নতুন চমক বেশ ভালোলেগেছে তাঁদের।

Debottam Majumdar in Guddi

গুড্ডির জীবনে নতুন মানুষ আসার পর থেকেই দর্শকরা বেশ খুশি হয়েছিল। গুড্ডি আর যুধাজিৎ’এর আস্তে আস্তে কাছে আসার বিষয়টিও বেশ ভালোলাগছে দর্শকদের। এককথায়, ‘ধুলোকণা’র ‘একটু একটু মাস্টারমশাই’ যুধাজিৎ-রূপে শুরু থেকেই হিট।

প্রথমে গুড্ডির সঙ্গে তাঁর দুষ্টুমিষ্টি নোকঝোক , এরপর গুড্ডির প্রতি তাঁর আগহ তৈরি হওয়া- দর্শকদের সবটা দেখতেই বেশ ভালোলাগছে। অনেকে তো আবার ‘গুড্ডি’তে দেবোত্তমের এন্ট্রির সঙ্গে মরা গাছে ফুল ফোটার তুলনাও শুরু করে দিয়েছেন।

Judhajit Guddi Anuj

‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে যুধাজিৎ তাঁর একটি অনুষ্ঠানে অনুজ এবং গুড্ডিকে নিমন্ত্রণ করেছে। সেখানে অনুজ গুড্ডিকে সংবর্ধনা দিতে চাইলেও সে সেটি গ্রহণ করতে অস্বীকার করে। এরপরেই দেখানো হবে, বাড়ি ফিরে শিরিন অনুজকে বলবে গুড্ডি ও যুধাজিৎ’এর মধ্যে একটা সম্পর্কের সূত্রপাত হয়েছে।


ওদিকে যুধাজিৎ আবার অনুষ্ঠান শেষে গুড্ডিকে নিজের বাড়ি নিয়ে যায়। নিজের মায়ের সঙ্গে গুড্ডির আলাপ করিয়ে দেয়। আর এরপরই ঘটে সে বহুপ্রতীক্ষিত ঘটনা। দর্শকদের ইচ্ছেপূরণ করে গুড্ডিকে নিজের মনের কথা জানিয়ে দেয় যুধাজিৎ। সে বলে, ‘তোমাকে দেখার পর থেকেই আমার মধ্যে একটা বদল হয়েছে। তুমি কি আমার সঙ্গে থাকতে পারো?’  এবার এটাই দেখার, গুড্ডি যুধাজিৎ’এর মনের কথা শোনার পর কী প্রতিক্রিয়া দেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥