• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে হার্টথ্রব গায়ক জুবিন নটিয়াল! ‘কবীর সিং’ অভিনেত্রীর সাথেই বাঁধতে চলেছেন গাঁটছড়া

Published on:

Jubin Nautiyal Nikita Dutta soon going to marry gossip

বলিউড ইন্ডাস্ট্রির অন‍্যতম সফল একজন গায়ক জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। নিজের একেরপর এক সুপারহিট গান দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নিয়েছেন গায়ক। গানের জেরে ব্যাপক জনপ্রিয় জুবিন। যার প্রেমের গানে মজে সকলে সেই গায়কের প্রেম নিয়ে তো কৌতূহল থাকবেই। সম্প্রতি জানা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জুবিন নটিয়াল। বি টাউন থেকে টলিপাড়ায় বিয়ের মরশুম শেষ হলেও এই সিজেনেই সাত পাকে বাঁধা পড়তে চাইছেন গায়ক।

যেমন দুর্দান্ত  গানের গলা তেমনি নিজের ব্যবহারেও সকলে বারেবারে মুগ্ধ করেছেন জুবিন নটিয়াল। এবার সেই গায়কই বাধা  পড়তে চলেছেন বিয়ের বন্ধনে। খবর প্রকাশ্যে আসার পর থেকেই জুবিন ভক্তদের মনে প্রশ্ন জগতে শুরু করেছে, কে সেই ভাগ্যবতী যার সাথে বিয়ে হবে এমন একজন গায়কের! আজ সেই প্রশ্নের উত্তর নিয়েই হাজির বংট্রেন্ড।

Jubin Nautiyal

জুবিন নটিয়ালের হবু স্ত্রী কিন্তু বি টাউনেরই একজন। হ্যাঁ ঠিকই ধরেছেন, গায়কের হবু স্ত্রী বলিউডের অভিনেত্রী। ‘কবির সিং’ ছবির অভিনেত্রী নিকিতা দত্তের (Nikita Dutta) সাথেই সাত পাকে বাধা পড়তে চলেছেন তিনি। অবশ্য বিয়ের আগে বেশ কিছুদিন ধরে প্রেম করছিলেন দুজনে। তবে এবার সেই প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে। তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট অন্তত সেই দিকেই ইশারা করছে।

Jubin Nautiyal,Nikita Dutta,Kabir Singh actress Nikita Dutta,জুবিন নটিয়াল,নিকিতা দত্ত,Jubin Nautiyal About to get married,jubin nautiyal songs

জুবিন নটিয়াল উত্তরাখণ্ডের দেরাদুনে জন্মগ্রহণ করেছিলেন। সম্প্রতি নাকি সেখানে গিয়েছিলেন নিকিতা। সেখানেই নাকি দুজনের পরিবারের মধ্যে কথা বার্তাও হয়েছে। এরপর মুম্বাইতে ফিরেছেন দুজনে। অনেকের মতেই বিয়ের কথাবার্তা বলতেই উত্তরাখন্ড গিয়েছিলেন নিকিতা।

Jubin Nautiyal,Nikita Dutta,Kabir Singh actress Nikita Dutta,জুবিন নটিয়াল,নিকিতা দত্ত,Jubin Nautiyal About to get married,jubin nautiyal songs

এছাড়াও জুবিন মুম্বাই ফেরার সময় তাকে আনতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ের সিলভার বিচ ক্যাফেতে একসাথে বেশ কিছুটা সময়ও কাটিয়েছেন দুজনে। ক্যাফেতে দুজনের হাকবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। তাই নেটপাড়ায় জোর জল্পনা চলছে, কবির সিং ছবির অভিনেত্রী নিকিতা দত্তর সাথেই বিয়ে করতে চলেছেন জুবিন নটিয়াল।

প্রসঙ্গত, কবির সিং ছবির সেটেই প্রথম আলাপ হয়েছিল জুবিন ও নিকিতার। ছবির সুপারহিট গান ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গেয়েছিলেন জুবিন। যেটা আজও হাজারো প্রেমিকের মনে সেরা গান হিসাবে রয়ে গিয়েছে। তবে দুজনের প্রেম থেকে বিয়ে সমস্তটাই বিটাউনের জল্পনা মাত্র। এপর্যন্ত দুজনেই কেউই এব্যাপারে কোনো মন্তব্য বা ঘোষণা করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥