• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষমেশ সাউথ হিরোদের সাহায্য নিচ্ছে বলিউড! সিনেমা হিট করাতে এবার Brahmastra’র প্রচারে Jr NTR, রইল ভিডিও

রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) মুক্তি পেতে আর মাত্র হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমার এখন শেষ মুহূর্তের প্রচার (Promotions) কাজ চলছে। আর প্রযোজক যেখানে করণ জোহর, সেখানে প্রচারে যে চমক থাকবে তা জানা কথাই।

‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে যতই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠুক না কেন, ছবিটি কিন্তু সাউথে বেশ ভালো রকমেরই প্রভাব ফেলেছে। সেই ইন্ডাস্ট্রির একাধিক তারকা ‘রণলিয়া’র ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। সম্প্রতি দক্ষিণের নামী পরিচালক এস এস রাজামৌলী সেই ছবির প্রচার চালিয়েছেন। এবার শোনা যাচ্ছে, দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর’ও (Jr NTR) ছবিটির প্রচার চালাবেন।

   

Jr NTR

সম্প্রতি রণবীর কাপুর হায়দ্রাবাদ গিয়েছিলেন তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ সহ-অভিনেতা নাগার্জুনের সঙ্গে দেখা করবেন বলে। সেখানেই একটি বড় ইভেন্টে হাজির ছিলেন ‘বাহুবলী’ পরিচালকও। তবে এবার আরও বড় মাপের প্রচার ইভেন্টের আয়োজন করতে চলেছেন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতারা।

Brahmastra

সাউথ সুপারস্টার জুনিয়র এনটিআর’এর একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মাস-ত্রাভার্সের জন্য তৈরি হয়ে যান। ২ সেপ্টেম্বর হায়দ্রাবাদে ব্রহ্মাস্ত্রর সবচেয়ে বড় প্রি রিলিজ ইভেন্টে মুখ্য অতিথি হিসেবে হাজির হয়ে ইভেন্টটিকে আরও সুন্দর করে তুলবেন সাধারণ মানুষের অভিনেতা, ভারতীয় সিনেমার সুপারস্টার জুনিয়র এনটিআর’।

 

View this post on Instagram

 

A post shared by Brahmāstra (@brahmastrafilm)

তবে শুধুমাত্র দক্ষিণী তারকারাই নন, এর আগে হলিউডের একটি নামী ম্যাগাজিন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা রণবীর কাপুর এবং পরিচালক অয়ন মুখার্জির সাক্ষাৎকার নিয়েছিলেন। যা বলিউড সিনেমার ক্ষেত্রে সচরাচর দেখা যায় না। তাই এটি যে নিঃসন্দেহে একটি বড় পাওয়া তা নিয়ে কোনও দ্বিধা নেই।

করণ জোহর প্রযোজিত, অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’য় রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, সাউথ সুপারস্টার নাগার্জুন, বলি সুন্দরী মৌনী রায়। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে, শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মতো বলিউডের নামী তারকাদের। আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বিগ বাজেট সিনেমা।