সোমবার অস্কার (Oscar 2023) জিতে গোটা দেশকে গর্বিত করেছে এস এস রাজামৌলী পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘আরআরআর’এর (RRR) ‘নাটু নাটু’ গানটি। ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতেছে এই গান। বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করার পর থেকেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছে সম্পূর্ণ ‘আরআরআর’ টিম। এসবের মাঝেই ‘আরআরআর ২’ (RRR 2) নিয়ে মুখ খুললেন সাউথ সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR)।
রাজামৌলী পরিচালিত ছবিতে দুর্দান্ত অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি আদায় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। ভারতের সিনেপ্রেমী মানুষরা তো বটেই, বিদেশের দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই দুই দক্ষিণী অভিনেতাকে। গত বছর ‘আরআরআর’ দেখার পর থেকেই ‘আরআরআর ২’র জন্য অপেক্ষা করছেন দর্শকরা। অস্কার জেতার পরই দর্শকদের সুখবর দিয়ে দিলেন জুনিয়র এনটিআর।
অস্কার, গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার জিতে দেশকে গর্বিত করা ‘আরআরআর’ ছবিটি তৈরি হয়েছে দক্ষিণ ভারতের দুই স্বাধীনতা সংগ্রামীর জীবনের ওপর ভিত্তি করে। রাজামৌলী পরিচালিত এই ছবিতে আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের কাহিনীর সাক্ষী থেকেছেন দর্শকরা। ফের একবার তাঁদের কাহিনী পর্দায় ফুটে উঠবে, জানিয়ে দিলেন পর্দার ভীম তথা জুনিয়র এনটিআর।
অস্কার অনুষ্ঠানে ‘আরআরআর ২’ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে জুনিয়র এনটিআর বলেন, ‘আরআরআর’এর সিক্যুয়েল যে আসবে সেই বিষয়ে তিনি নিশ্চিত। তবে শ্যুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানেন না অভিনেতা। সাউথ সুপারস্টারের কথায়, পরিচালক রাজামৌলী এখনও এই বিষয়ে কিছু জানাননি।
শ্যুটিং শুরুর তারিখ না জানলেও জুনিয়র এনটিআর বলেন, অনেকদিন ধরে চলবে ‘আরআরআর ২’র শ্যুটিং। সময় নিয়ে ছবিটি তৈরি করতে চান রাজামৌলী। আর যেহেতু ‘আরআরআর ২’র শ্যুটিং শিডিউল অনেক দীর্ঘ হবে তাই তাঁরা আগেভাগে হাতে থাকা সকল কাজ সম্পূর্ণ করে ফেলতে চান। এরপর ব্লকবাস্টার ‘আরআরআর’এর সিক্যুয়েলের কাজে মনোনিবেশ করতে চান রাজামৌলী, রাম চরণ এবং জুনিয়র এনটিআররা।
N.T. Rama Rao Jr. can’t wait for production on the #RRR sequel to start, though he doesn’t know when that will be yet. https://t.co/ESbPYqrUFK pic.twitter.com/qIANJd99nC
— Variety (@Variety) March 12, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪৫০ কোটির বাজেটে তৈরি হয়েছিল রাজামৌলীর ‘আরআরআর’। সারা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। ভারতে তো বটেই, গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষদের ইমপ্রেস করেছিল এই ছবি। এমনকি বিদেশের বহু তারকাও রাজামৌলীর ছবি দেখে প্রশংসা করেছিলেন।