• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমার পর এবার রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন Jr NTR! দেখা করলেন অমিত শাহর সঙ্গে, রইল ছবি

Updated on:

Jr NTR may join politics soon, Amit Shah meets south superstar in Hyderabad

দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR) কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে ঠিক চলেই আসেন। কখনও নিজের অভিনয়ের মাধ্যমে আবার কখনও কোনও মন্তব্য করে- তাঁকে নিয়ে অনুরাগীদের চর্চা লেগেই থাকে। এবার যেমন, অভিনেতার রাজনীতির (Politics) ময়দানে প্রবেশ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে।

মাত্র কয়েক মাস আগেই জুনিয়র এনটিআরকে ‘আরআরআর’ সিনেমায় দেখা গিয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। এমনকি বিদেশি একটি নামী ম্যাগাজিনের বিচারে, সাউথ সুপারস্টারকে চলতি বছরের অস্কারে সেরা অভিনেতার দৌড়েও রাখা হয়েছিল।

Jr NTR

এসবের মাঝেই শুরু হয়েছে জুনিয়র এনটিআরের রাজনীতির ময়দানে পা রাখার চর্চা। সম্প্রতি হায়দ্রাবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করেছেন অভিনেতা। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে চর্চা। অমিত শাহ এবং সাউথ সুপারস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারে ছেয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের মতে, অভিনেতার তরফ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার সংবাদ ঘোষণা করা এখন স্রেফ সময়ের অপেক্ষা।

পাশাপাশি এই দুই ব্যক্তিত্বের দেখা হওয়ার পর তেলেঙ্গানার রাজনীতিতে যে বেশ বড় রকমের প্রভাব পড়তে চলেছে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন নেটিজেনরা। কারণ জুনিয়র এনটিআর অভিনেতা হওয়ার পাশাপাশি তেলেগু দেশম পার্টির সংস্থাপক এনটি রামারাও’এর নাতিও। অভিনেতার বাবা এবং কাকাও সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তবে এতদিন পর্যন্ত রাজনীতি থেকে দূরে ছিলেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা। কিন্তু অনুমান করা হচ্ছে, এবার অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।

Jr NTR with Amit Shah

জুনিয়র এনটিআরের সঙ্গে ছবি টুইট করে সেই জল্পনা আরও একটু উস্কে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘তেলেগু সিনেমার রত্ন এবং দুর্দান্ত অভিনেতা জুনিয়র এনটিআরের সঙ্গে হায়দ্রাবাদে বেশ ভালোই কথা হল’। এরপরই সেই টুইটে একের পর এক কমেন্ট করতে থাকেন নেটিজেনরা।

জুনিয়র এনটিআরের হাতে থাকা প্রোজেক্টের নিরিখে বলা হলে, অভিনেতাকে শেষ বারের মতো ব্লকবাস্টার ‘আরআরআর’ সিনেমায় দেখা গিয়েছিল। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবি। শীঘ্রই ফের নিজের আগামী ছবি নিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥