• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সংসারে অশান্তি লাগাচ্ছেন রচনা! বিস্ফোরক অভিযযোগ করলেন অভিনেতা জয়জিৎ

Published on:

Joyjit Banerjee says Rachana Banerjee made chaos in his personal life

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা হলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায় (Joyjit Banerjee)।  সিনেমা হোক কিংবা সিরিয়াল বাংলা বিনোদন জগতের বিভিন্ন মাধ্যমে পজিটিভ থেকে নেগেটিভ সমস্ত চরিত্রেই তাঁর সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছে দর্শকদের। জনপ্রিয় এই অভিনেতাই একবার এক বিস্ফোরক অভিযোগ এনেছিলেন টলিউডের (Tollywood) প্রথমসারির অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) বিরুদ্ধে।

জয়জিতের অভিযোগ ছিল রচনা নাকি তাঁর সংসারে অশান্তি লাগিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত ইন্ডাস্ট্রি থেকে তারকাদের জীবনে নাম-যশ-খ্যাতির হাত ধরেই আসে এক ঝাঁক বন্ধু বান্ধব। আর একই ইন্ডাস্ট্রির মানুষ হওয়ায় প্রত্যেকের কাছেই  প্রত্যেকের জীবন সম্পর্কে থাকে নানান অজানা সিক্রেট। আর সুযোগ পেলেই হাটে হাঁড়ি ভাঙতে সেই সব সিক্রেটের সদ্ব্যবহার করতে দেখা যায় অনেককেই।

টলিউড,Tollywood,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জয়জিৎ বন্দ্যোপাধ্যায়,Joyjit Banerjee,বিস্ফোরক অভিযোগ,Explossive Charges,ব্যক্তিগত জীবন,Personal Life,Didi No 1,দিদি নাম্বার ওয়ান

একবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে তেমনই কান্ড ঘটিয়েছিলেন টলিউড অভিনেত্রী রচনা। আসলে জয়জিতের স্ত্রী শ্রেয়া রচনা বন্দ্যোপাধ্যায়ের খুবই ভালো বন্ধু। সেই সুবাদে মাঝেমধ্যেই অভিনেতার বাড়িতে ডাক পান রচনা। একবার এই জুটি এসেছিলেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে।

সেখানে জয়জিৎ জানিয়েছিলেন তাঁর স্ত্রী অসুস্থ থাকার সময় তিনি সেইভাবে কোন কাজ করতে পারেননি। একদিন নাকি বাসন মাজতে গিয়ে এক ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তাঁর। তাই শেষমেষ তাঁর স্ত্রীই অসুস্থ শরীরে উঠে এসে বাসন মেজে ছিলেন।

টলিউড,Tollywood,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জয়জিৎ বন্দ্যোপাধ্যায়,Joyjit Banerjee,বিস্ফোরক অভিযোগ,Explossive Charges,ব্যক্তিগত জীবন,Personal Life,Didi No 1,দিদি নাম্বার ওয়ান

এ প্রসঙ্গে রচনা ভরা মঞ্চে জয়জিতের উদ্দেশ্যে বলতে শুরু করেন ‘ভুল কর, ঠিক কর শিখেছিস তো! এই যে শিখলি আর শ্রেয়ার জন্য বাসন ফেলে রাখবি না।  একটা পার্ট মাজবি।  সকালে মাসি মেজে দিয়ে গেলে বিকেলেরটা তুই মাজ’।

টলিউড,Tollywood,রচনা বন্দ্যোপাধ্যায়,Rachna Banerjee,জয়জিৎ বন্দ্যোপাধ্যায়,Joyjit Banerjee,বিস্ফোরক অভিযোগ,Explossive Charges,ব্যক্তিগত জীবন,Personal Life,Didi No 1,দিদি নাম্বার ওয়ান

রচনার মুখে একথা শুনে রীতিমত চোখ কপালে তুলে জয়জিৎ বলে ওঠেন ‘এ তো সংসারে অশান্তি লাগিয়ে দেবে! যদিও সবটাই ছিল রসিকতা। তবে সেদিন জয়জিতের মুখে একথা শুনে হাসতে হাসতেই জিভ কেটে ছিলেন রচনা। এই ঘটনাই বর্তমানে নেটপাড়ায় বেশ ভাইরাল হয়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥