• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট লোকনাথ হয়ে জিতেছিল দর্শকদের মন, মনের মতো চরিত্র আর পেলাম না! সাক্ষাৎকারে আক্ষেপ অরণ্যর

বাংলা টেলিভিশনের ইতিহাসে এমন বহু সিরিয়াল (Bengali serial) রয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার কয়েক বছর পরেও দর্শকমনে গেঁথে রয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘জয় বাবা লোকনাথ’ (Joy Baba Lokenath)। ধারাবাহিকটি শেষ হয়েছে দু’বছরের বেশি সময় হয়ে গেলেও দর্শকরা এখনও এই ভক্তিমূলক সিরিয়ালটিকে বেশ মিস করেন।

‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে ছোট্ট লোকনাথের চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী অরণ্য রায় চৌধুরী (Aranya Roy Chowdhury)। ছোট্ট বয়সেই দুর্দান্ত অভিনয় করে মুগ্ধ করে দিয়েছিলেন দর্শকদের। লোকনাথ হিসেবে পেয়েছিলেন আকাশছোঁয়া জনপ্রিয়তা।

   

Aranya Roy Chowdhury

‘জয় বাবা লোকনাথ’ শেষ হয়ে যাওয়ার পরে এখনও অবশ্য অরণ্যকে দর্শকদের একটি বড় অংশ লোকনাথ হিসেবেই চেনে। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন এই শিশু শিল্পী। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন তিনি।

২০১৮-২০২০ সাল পর্যন্ত টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে ‘জয় বাবা লোকনাথ’। ধারাবাহিক শুরু হওয়ার সময় অরণ্য ছিল চতুর্থ শ্রেণির ছাত্র। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর ‘লালকুঠি’, ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র মতো ধারাবাহিকে অরণ্যকে দেখেছেন দর্শকরা। এখন তাঁকে ‘রাঙা বউ’য়ে নায়িকা পাখির ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে।

Aranya Roy Chowdhury interview

অল্প বয়সেই এতগুলি ধারাবাহিকে অভিনয় করে ফেলেছেন অরণ্য, তবে লোকনাথের মতো জনপ্রিয়তা এখনও পাননি। কোথাও কী আক্ষেপ রয়েছে অভিনেতার মনে? টলি টাইমের সঙ্গে সাক্ষাৎকারের সময় অরণ্য সাফ বলেন, কোথাও একটা আক্ষেপ রয়েছে তাঁর মনে। কারণ লোকনাথ বেশ জনপ্রিয় ছিল। কিন্তু ‘জয় বাবা লোকনাথ’ শেষ হয়ে যাওয়ার পর আর তেমন চরিত্র আর পাননি। অভিনেতার কথায়, ‘আমি চাইব যে সেই রকম একটা চরিত্র পাই যেটার মাধ্যমে ওই চরিত্রটাকেও টপকে যেতে পারি’।

সাক্ষাৎকার দিতে গিয়ে একাধিকবার ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের স্মৃতিচারণা করতে শোনা যায় অরণ্যকে। সম্পূর্ণ টিমের মজা করে শ্যুটিং করা থেকে একসঙ্গে সবাই মিলে পিকনিকে যাওয়া, ক্রিকেট-ব্যাডমিন্টন খেলা- কথা বলতে বলতেই পুরনো নানান স্মৃতিতে ডুব দিতে দেখা যায় শিশু শিল্পীকে।

site