বলিউড অভিনেতা জন আব্রাহামকে (John Abraham) সবাই অ্যাকশন হিরো হিসাবেই চেনেন। তবে পর্দার বাইরে বরাবরই নিজের নম্র ভদ্র বিনয়ী স্বভাবের জন্য বিশেষভাবে পরিচিত অভিনেতা। সদ্য মুক্তি পেতে চলেছে জনের আসন্ন সিনেমা ‘অ্যাটাক’ (Attack)। বর্তমানে এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন অভিনেতা। আর সম্প্রতি এই সিনেমার সাংবাদিক সম্মেলনে গিয়েই আচমকা নিজের মেজাজ হারালেন অভিনেতা।
আচমকা মেজাজ হারিয়ে জনের এমন ব্যবহার দেখে স্তম্ভিত সকলে। এক সাংবাদিক জনের কাছে প্রশ্ন রাখেন ‘আপনার ছবি অ্যাকশনের ওভারডোজ হয়। চার থেকে পাঁচজনের সঙ্গে আপনি লড়ছেন মেনে নেওয়া যায় কিন্তু একসঙ্গে ২০০ জনের সঙ্গে লড়ছেন এটা অবিশ্বাস্য।’ এরপর এই প্রশ্নের জবাবে জনের তরফে উত্তর আসে ,’আমি দুঃখিত। আমি এখানে অ্যাটাক নিয়ে কথা বলছি। আপনার যদি এই বিষয়ে কোনও অসুবিধা থাকে তাহলে আমি দুঃখিত।’
এখানেই শেষ নয় সাংবাদিক সম্মেলনে এদিন নিজের ছবির প্রচারে জন আব্রাহামকে ভালো মেজাজে দেখা যায়নি। সাংবাদিকের প্রশ্ন শুনে রেগে গিয়েছেন একাধিকবার। রেগে গিয়ে কখনও সাংবাদিকের মুখের ওপরে বলেছেন ‘বোকা’। আবার কাউকে বলেছেন ভুলভাল প্রশ্ন করবেন না। জানা যায় এই সবের সূত্রপাত ঘটে একটি প্রশ্নকে ঘিরে।
এদিন এক সাংবাদিক জনকে জিজ্ঞেস করেন যে,’আপনি কি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) দেখেছেন? কেমন লেগেছে?’ প্রশ্ন শুনেই জনে রাগ যায় সপ্তমে চড়ে। তিনি বলেন, ‘আমাকে এসব ভুলভাল, ঘষাপিটা প্রশ্ন করবেন না। শুধুমাত্র অ্যাটাক নিয়ে প্রশ্ন করুন।’ এরপর এক সাংবাদিক জনের ফিটনেস নিয়ে প্রশ্ন করায় জন বলেন যে, ‘শারীরিকভাবে ফিট থাকার থেকে বেশি আমায় মানসিক ফিট থাকতে হয় এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মাথা কি বাড়িতে রেখে এসেছেন?’
মুক্তির পর থেকেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ জ্বরে কাঁপছে গোটা দেশ! ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের উপর ঘটে যাওয়া নির্মম অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা নিয়ে চলছে বিরাট তরজা। আম আদমি থেকে সেলিব্রেটি সকলেই মুখ খুলেছেন এই সিনেমা নিয়ে। এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলে সম্প্রতি ট্রোলের মুখে পড়েছিলেন আমির খান থেকে শুরু করে অজয় দেবগনের মতো অভিনেতারাও। কিন্তু এদিন জনের ব্যবহার দেখে স্তম্ভিত হয়ে যান সকলেই।