• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মরে যাবে জবা ! মহা বিপদে কে আপন কে পর এর অভিনেত্রী

Published on:

‘কে আপন কে পর’ ধারাবাহিকের টিআরপি উর্ধমুখী। আর দর্শকদেরও খুবই পছন্দের চরিত্র জবা। সারাক্ষণই বুক দিয়ে নিজের পরিবারকে আগলে রাখে সে। এবার নতুন মোচড় আসতে চলেছে এই ধারাবাহিকে। দীর্ঘদিন পর জবা মুখোমুখি হতে চলেছে তার চরম শত্রু তন্দ্রার সাথে।

এই ধারাবাহিকের সর্বশেষ পর্বে, জবা মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত হন। যদিও পরিবারের সদস্যরা তাকে একা যেতে দিতে চায়না। জবা যাওয়ায় প্রথম আপত্তি প্রকাশ করে লতা। সে জানায় জবা না আসা অবধি সে না ভাঙবে উপোষ না খাবে ওষুধ।

জবা লতাকে বোঝানোর চেষ্টা করার সময়, পরিবারের অন্যান্য সদস্যরা তাকে (জবা) জিজ্ঞাসা করেন যে তার সাথে কেউ যাবে কিনা। তক্ষুনি তন্দ্রা এসে জবাকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন হওয়ার ভান করে। তিনি জবাকে বোঝানোর চেষ্টা করে কোনও খারাপ কিছু ঘটতে পারে।

বাস্তবে তন্দ্রা জবাকে হত্যা করতে চায়। আর সেই মতোই জবাকে হত্যা করার নানান ছক কষতে শুরু করেছে তন্দ্রা। বাড়ির কালি পুজোতে জবাকে হঠাৎ কেউ ডাক পাঠায়, আর সেটা তন্দ্রাই। এবার সেখানেই কি মৃত্যু পর্যন্ত হতে পারে জবার? এখন সেটাই দেখার।

https://youtu.be/aJYctSLCI9U

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥