সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দিনের পর দিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের চরিত্ররা কখন যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেতা বুঝতে পারেন না দর্শকরাও। তাই কিছু কিছু সিরিয়াল এমনও থাকে যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকদের মনের মনিকোঠায়।
তবে সিরিয়ালে নায়ক নায়িকাদের হাতে সারা বছরই থাকে ঠাসা কাজ। একটা সিরিয়াল শেষ হলে চলে আসে আর একটি নতুন সিরিয়ালের অফার। আর এখন তো বাংলার জনপ্রিয় বিনোদনমূলক চ্যানেল অর্থাৎ স্টার জলসা এবং জি বাংলার মধ্যে চলতে থাকে জোর প্রতিযোগিতা। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। যার ফলে প্রতিনিয়ত নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে এই বিনোদনমূলক চ্যানেলগুলি।
কিছুদিন আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘বোধিসত্তের বোধ বুদ্ধি’। এরই মধ্যে খবর আরও একটি নতুন সিরিয়াল আসছে জি বাংলার পর্দায়। আর এই সিরিয়ালের হাত ধরে কামব্যাক করতে চলেছেন বাংলা টেলিভিশিন জগতের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী। প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘কে আপন কে পর’ (Ke apon ke por) এর জবা (Joba) চরিত্রের কথা মনে আছে নিশ্চই। ধারাবাহিকে এই জবা চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি- অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)।
একসময় তিনি স্টার জলসা কে আপন কে পর সিরিয়ালের জবা চরিত্রে অভিনয় করে বাংলার দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।এবার তিনিই ফিরতে চলেছেন জি বাংলা নতুন সিরিয়ালে নতুন চরিত্রে। জানা যাচ্ছে এই সিরিয়ালেও মুখ্য চরিত্রেই থাকবেন পল্লবী। এমনটাই খবর তেলীপাড়া সূত্রে। উল্লেখ্য পল্লবী কাম ব্যাক করছেন এই কথা শোনার পর থেকে দারুন হয়েছেন অসংখ্য অনুরাগী।
আর কিছুদিনের মধ্যেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে পল্লবীর অনুরাগীদের। আসলে কে আপন কে পর সিরিয়াল শেষ হওয়ার পর থেকে অনেকদিন ধরে পর্দায় দেখা যাচ্ছে না দর্শকদের প্রিয় জবা অভিনেত্রী পল্লবীকে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জি বাংলা নতুন ধারাবাহিক কুন্দকলির একটি ঝলক।
কিন্তু শোনা যাচ্ছে আসলে এই খবরটি ভুয়ো। এখনই টেলিভিশনের পর্দা ফিরছেন না দর্শকদের প্রিয় জবা অভিনেত্রী পল্লবী। কারণ অভিনেত্রী পল্লবী শর্মা নিজেই জানিয়েছেন এই মুহূর্তে তিনি অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছেন। তাই তার হাতে এখন কোন বাংলা ধারাবাহিকের কাজ নেই।