• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীর্ঘ বিশ্রামের পর অবশেষে পর্দায় ফিরছেন ‘জবা’ খ্যাত পল্লবী! প্রকাশ্যে অভিনেত্রীর নতুন লুক

Published on:

পল্লবী শর্মা,কে আপন কে পর,জবা,মহাপীঠ তারাপীঠ,pallabi sharma,mahapith tarapith,ke apon ke por

বাঙালি অভিনেত্রী পল্লবী শর্মা (Pallabi Sharma)। যদিও টেলিভিশন সিরিয়ালের দৌলতে অভিনেত্রীকে আরেকটা নাম বেশি চেনেন দর্শকেরা। শেষ ‘কে আপন কে পর (Ke Apon Ke Por)’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আর সিরিয়ালে মূল চরিত্রে জবার ভূমিকায় অভিনয় করেছিলেন পল্লবী। সেই থেকেই অভিনেত্রীকে তার আসল নাম পল্লবীর থেকে বেশি জবা নামেই চেনেন সাধারণ মানুষ।

এর আগেও একটি সিরিয়াল করেছিলেন অভিনেত্রী। ‘দুই পৃথিবী’ নামের একটি বাংলা সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে আগের সিরিয়ালের তুলনায় জবা চরিত্রে অভিনয়ই নতুন পরিচিতি দিয়েছে অভিনেত্রীকে। ‘কে আপন কে পর’ সিরিয়াল শেষ হয়ে গিয়েছে অনেকদিন আগেই। তবে সিরিয়ালের জবাকে এখনো সকলেই মনে রেখেছেন বেশ।

joba pallabi sharma

তবে প্রায় দীর্ঘ এক বছর পর্দায় দেখা মেলেনি জবার। স্বভাবতই জবার অনুরাগীদের বেশ মন খারাপই ছিল। তবে পল্লবী ভক্তদের জন্য বছর শেষে সুখবর এনে দিল স্টার জলসা। ১৫০০ পর্ব পেরিয়ে গত ডিসেম্বরেই শেষ হয়েছিল পল্লবীর ধারাবাহিক ‘কে আপন কে পর’।

পল্লবী শর্মা,কে আপন কে পর,জবা,মহাপীঠ তারাপীঠ,pallabi sharma,mahapith tarapith,ke apon ke por

এবার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ এ দেখা যাবে অভিনেত্রী পল্লবী শর্মাকে। সেখানে কমলার চরিত্রে দেখা দেবেন তিনি। ইতিমধ্যেই নতুন প্রোমোতে প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর নতুন লুক। ভিডিওতে দেখা যাচ্ছে, অলক্ষ্মী ভেবে গ্রামের লোকেরা পুড়িয়ে মারতে চান কমলাকে।

মা তারার অন্ধভক্ত সে। এদিকে গ্রামের একাধিক মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় গ্রামবাসীর সন্দেহ জবার দিকে৷ এই অবস্থায় কমলার ঢাল হয়ে দাঁড়ান স্বয়ং বামাক্ষ্যাপা। কমলাও প্রতিজ্ঞা করে যারা হারিয়েছে তাদের কমলা খুঁজে বের করবেনই। এই ধারাবাহিক একের পর এক চমক দিয়েই চলেছে, দিন কয়েক আগেই ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের হিয়া ওরফে অনামিকা চক্রবর্তীকেও দেখা গিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥