• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমদিবসের আগে বিচ্ছেদের ইঙ্গিত, বিয়ের তিন বছরে পেরোতেই আলাদা হচ্ছেন জিতু-নবনীতা!

রাত পোহালেই ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু তার আগেই বিচ্ছেদের ইঙ্গিত টলিপাড়ায়। ২০২১ এ একাধিক বলিউড থেকে টলিউড তারকাদের বিচ্ছেদের সাক্ষী থেকেছে নেটপাড়ায়। তবে সম্প্রতি টেলি তারকা জিতু কামাল (Jeetu Kamal) ও নবনীতা দাসের (Nabanita Das) বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। জল্পনার সূত্রপা অভিনেতারই এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেটা দেখার পর একপ্রকার মন খারাপ অনুগামীদের।

অবশ্য এই প্রথম জিতু-নবনীতার বিচ্ছেদের জল্পনা ছড়ায় নি। এর আগেও এমনটা শোনা গিয়েছিল। তবে এবারে  গুঞ্জন আইনিভাবেই বিচ্ছেদ করতে চাইছেন অভিনেতা স্ত্রী নবনীতার থেকে। অভিনেতার সাথে একটি ফটোশুট করার কথা ছিল অভিনেত্রীর, কিন্তু তাতে না করে দিয়েছেন তিনি। এছাড়াও  সিরিয়ালেও জুটি বাধার কথা ছিল, তাতেও নাকি না করে দিয়েছেন অভিনেতা।

   

মহাপীঠ তারাপীঠ,বাংলা সিরিয়াল,Bengali Serial,Jitu Kamal,Nabanita Das,জিতু কমল,নবনীতা দাস,টলিপাড়ায় বিচ্ছেদ,Jitu Nabanita Divorce Rumours

এই সমস্ত খবর ছড়িয়ে পড়তেই বিচ্ছেদের গুঞ্জন রটেছে টলিপাড়ায়। যদিও আসল সত্যিটা কি সেটা জানা গিয়েছে স্বয়ং অভিনেতার থেকেই। টলিপাড়া বা নেটপাড়ায় যে এমনটা গুঞ্জন রটেছে সে সম্পর্কে ধারণাই ছিল না অভিনেতার। তিনি জানান, তেম কিছুই নেই বরং স্ত্রী নবনীতাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে যাবার প্লানিং সেরে ফেলেছেন তারা। আগামী মার্চের ২৭ তারিখ ঘুরতে যাচ্ছেন তারা।

মহাপীঠ তারাপীঠ,বাংলা সিরিয়াল,Bengali Serial,Jitu Kamal,Nabanita Das,জিতু কমল,নবনীতা দাস,টলিপাড়ায় বিচ্ছেদ,Jitu Nabanita Divorce Rumours

আর রইল নতুন সিরিয়ালে জুটি বাধার কথা, নতুন একটি সিরিয়ালের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বর্তমানে  অনিক দত্তের পরিচালিত ‘অপরাজিত’ ছবির মুক্তির জন্য অপেক্ষা করছেন তিনি। ছবির মুক্তির  আগে ছোটপর্দায় আপাতত কাজ করতে চান না তিনি। ছবিতে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাবে জিতু কমলকে। ছবিতে জিতুর সত্যজিৎরুপী ছবি প্রকাশ্যে আসতেই ব্যাপক চর্চিত হয়েছেন তিনি।

মহাপীঠ তারাপীঠ,বাংলা সিরিয়াল,Bengali Serial,Jitu Kamal,Nabanita Das,জিতু কমল,নবনীতা দাস,টলিপাড়ায় বিচ্ছেদ,Jitu Nabanita Divorce Rumours

অন্যদিকে অভিনেত্রী নবনীতার মতে, বর্তমানে ‘মহাপীঠ তারাপীঠ’ এর শুটিংয়ে ব‍্যস্ত তিনি। সিরিয়ালে  মা তারার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। তাই এখন অন্য আরেকটা সিরিয়ালের জন্য হ্যাঁ বলাটা সম্ভব নয়। এরপর বিচ্ছেদের গুঞ্জন নিয়ে জিজ্ঞাসা করা হলে জিতু জানান, এর আগেও এমন খবর ছড়িয়েছিল, এবারেও তেমনটাই হয়েছে। এমন গুজবের খবরে একপ্রকার অব্যস্ত হয়ে পড়েছেন তারা।

site