• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাফ সেঞ্চুরি করলেন যীশু পত্নী নীলাঞ্জনা! চেহারার জেল্লা হারমানাবে যুবতীদের, দেখুন ভাইরাল সব ছবি

Published on:

Jisshu Sengupta Nilangana Sengupta

টলিউডে ইন্ডাস্ট্রির অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যেমন অভিনয় তেমনি হ্যান্ডসাম লুক রয়েছে যীশুর, তাই যীশুর জনপ্রিয়তাও রয়েছে প্রচুর। টলিউডের এই হ্যান্ডসম হিরোর রিয়েল লাইফ হিরোইন  হলেন নীলাঞ্জনা সেনগুপ্ত (Nilanjana Sengupta)। যীশুর পত্নী হবার সুবাদে তিনিও বেশ পপুলার টলিপাড়ায়।

Jisshu Sengupta Nilangana Sengupta

সম্প্রতি হাফ সেঞ্চুরি করলেন নীলাঞ্জনা সেনগুপ্ত। বুঝলেন না? আসলে সম্প্রতি পালন হল নীলাঞ্জনার ৫০ তম জন্মদিন। দেখতে দেখতে জীবনের পথে আরো একটা মাইল ফলক পারলেন নীলাঞ্জনা। ২০০৪ সালে যীশুর সাথে সাত পাকে বাধা পড়েন নীলাঞ্জনা। সেই থেকে দীর্ঘ ১৭ বছর সুখে দুঃখে একই সাথে একেঅপরের পাশে আছেন। অভিনেতা অঞ্জনা ভৌমিকের কন্যা নীলাঞ্জনা, বর্তমানে অভিনয়  জগতের সাথে সম্পর্ক নেই তাঁর কিন্তু অভিনয় জগতেও ছিলেন একসময়ে।

NIlanjana Sengupta 50 Year Birthday Party

২০০২ সালে সুব্রত সেনের ‘স্বপ্নের ফেরিওয়ালা’ ছবিতে অভিনয় করেছিলেন নীলাঞ্জনা। তারপর মাত্র দুটি ছবিতে দেখা গিয়েছিলো নীলাঞ্জনাকে, তিন এক্কে তিন (২০০৩) ও আমরা (২০০৬)। এর আগে হিপ হপ হুররে অনুষ্ঠানে দেখা গিয়েছিলো নীলাঞ্জনাকে। এরপর যীশুর সাথে বিয়ে আর সেই থেকেই অভিনয়  ছেড়ে একেবারে পাকা গৃহিনী হয়ে উঠেছেন তিনি।

NIlanjana Sengupta 50 Year Birthday Party

তবে, সে যায় হোক ৫০ বছরের জন্মদিন বলে কথা সেলেব্রেশন তো হবেই! এদিন জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে গ্ল্যামারাস সবুজ পোশাকে দেখা গিয়েছে যীশু পত্নী নীলাঞ্জনাকে। আর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিল টলিপাড়ার  একাধিক তারকারাও।

Nilanjana Sengupta Rachana Banerjee

জন্মদিনের পার্টিতে রচনা ব্যানার্জী হাজির হয়েছিলেন একটি ফ্লোরাল ডিজাইনার পোশাকে। পার্টিতে গাঢ় লাল লিপস্টিকের সাথে একরাশ হাসি নিয়ে দেখা গিয়েছে রচনা ব্যানার্জীকে।

NIlanjana Sengupta 50 Year Birthday Party

পার্টিতে উপস্থিত ছিলেন কনীনিকা ব্যানার্জিও। এছাড়াও আরো অনেকেই হাজির ছিলেন পার্টিতে যাদের বেশ কিছু ছবি ভাইরাল হয়েপড়েছিলো সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥