• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড-বলিউডের পর সাউথ কাঁপানোর পালা! সুপারস্টার Jr NTR’এর সাথে জুটি বাঁধছেন বাংলার যীশু সেনগুপ্ত

Published on:

Jisshu Sengupta will work with South Superstar Jr NTR Soon

টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে একজন হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। বারবার নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন তিনি। নিজের কাজের মাধ্যমেই যীশু টলিউডের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন বলিউডেও।

এই মুহূর্তে যে সকল বাঙালি শিল্পীরা বলিউডে নিজের কাজের মাধ্যমে ছাপ ফেলেছেন, তাঁদের মধ্যে একজন হলেন যীশু। রানি মুখার্জির সঙ্গে ‘মর্দানি’তে কাজ থেকে শুরু করে পঙ্কজ ত্রিপাঠী, কীর্তি কুলহারির সঙ্গে ‘ক্রিমিনাল জাস্টিস’ ওয়েব সিরিজে কাজ, যীশু বলিউডের বেশ কিছু হিট প্রোজেক্টের অংশ ছিলেন। এবার সেই অভিনেতাই শীঘ্রই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে (South Indian industry) পা রাখতে চলেছেন।

Jisshu Sengupta

হ্যাঁ, ঠিকই দেখছেন। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে যীশুর সাউথে ডেবিউর বিষয়ে জানা গিয়েছে। শোনা গিয়েছে, ব্লকবাস্টার ‘আরআরআর’ খ্যাত দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে দেখা যাবে এই বঙ্গ তনয়কে। সাউথ সুপারস্টারের আগামী ছবিতে দেখা যাবে তাঁকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘এনটিআর ৩০’ সিনেমায় দেখা যাবে যীশুকে। টলিউড তারকাকে ভিলেনের চরিত্রে দেখা যাবে বলে খবর মিলেছে। শোনা যাচ্ছে, যীশুর চরিত্রটি একজন কর্পোরেট ইন্ডাস্ট্রিয়ালিস্টের। আগামী নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। জানা গিয়েছে, ছবি পরিচালনার দায়িত্বে রয়েছে কোরাতালা শিবা এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্রণ।

Jr NTR

প্রিয় তারকার সাউথ ডেবিউর সংবাদ জেনে স্বাভাবিকভাবেই বেশ খুশি যীশুর ভক্তমহল। তবে অনেকে আবার যীশুর সঠিক কদর না করার জন্য টলিউডকেও একহাত নিয়েছেন। একজন যেমন লিখেছেন, ‘শেষ পর্যন্ত সাউথ ইন্ডাস্ট্রি বুঝতে পারল যীশু সেনগুপ্তকে। টলিউড যেখানে যুগের পর যুগ মানুষটাকে জোকার বানিয়ে রাখল। যে জ্বলার সে জ্বলে উঠবেই, সময়ের ব্যপার মাত্র’।

Jisshu Sengupta

আর একজন আবার যীশুকে সাউথ ডেবিউ সম্বন্ধে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সত্যি আজও গর্ব হয় যীশু দাকে নিয়ে। যেই মানুষটার মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে, তাঁকে টলিউড সামনে আনে না। ভালো অভিনেতারা কখনও পিছিয়ে যায় না। ঠিকই সামনে উঠে আসে শুধু সময়ের অপেক্ষা। অনেক শুভেচ্ছা দাদা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥