• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড আর বলিউডের মধ্যে পার্থক্য কোথায়, মুখ খুললেন বাঙালির হার্টথ্রব যীশু সেনগুপ্ত

Published on:

টলিউডের (Tollywood) অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তবে, শুধু অভিনেতাই নন বাঙালিদের হার্টথ্রবও বটে যীশু। উমা, রাজ্ কাহিনী, এক যে ছিল রাজা , মহালয়া, ঘরে বাইরের মত একাধিক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতার নিদর্শন দিয়ে নিজেকে বাঙালি হৃদয়ের মনিকোঠায় বসিয়েছেন অভিনেতা। অবশ্য শুধু টলিউডে আটকে নেই অভিনেতা! বর্তমানে হিন্দি ছবির জগৎ বলিউডেও বেশ সাবলীলভাবে অভিনয় করছেন যীশু। সাথে অনলাইন প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজেও আত্মপ্রকাশ করেছেন।

বলিউডের ‘পিকু’, ‘মার্দানি’ ছবিতে যীশুর অভিনয় বেশ প্রসংশিত হয়েছে। এছাড়াও ‘সড়ক ২’, ‘শকুন্তলা দেবীর’ মত ছবিতেও দারুন অভিনয় করেছেন যীশু। সম্প্রতি অনলাইন  ওয়েব সিরিজ ‘দুর্গামতি’ লঞ্চ হয়েছে সেখানে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। এছাড়াও ‘টাইপরাইটার’ ও ‘স্কাইফায়ার’ ওয়েব সিরিজেও  নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন যীশু। আবার শুধু যে বলিউড তাই নয়, সাউথের অভিনেতা নাগা শৌর্যের সাথেও ‘অশ্বত্থামা’ নামক একটি ছবি করেছেন অভিনেতা। অর্থাৎ বাঙালি হিসাবে নিজের অভিনয়ের জাদু ছড়িয়ে দিয়েছেন চারিদিকে।

অর্থাৎ যে দিকেই যান না কেন, যে কোনো ধরণের চরিত্রে অভিনয়ের জন্যই প্রস্তুত যীশু। কিন্তু, আশ্চর্য হল বলিউড ও অনলাইন ওয়েব সিরিজের চেনা মুখ হিসাবে  পরিচিতি গড়ে উঠলেও  বাংলা ছবিতে সেভাবে আর দেখা যাচ্ছে না যীশু সেনগুপ্তকে। তাহলে কি বলিউডেই নিজের জায়গা করে নিতে চাইছেন বাঙালি অভিনেতা যীশু সেনগুপ্ত? কেনই বা বাংলায় দেখা যাচ্ছে না যীশুকে? নাকি সঠিক পারিশ্রমিক না পাওয়ায় মুখ ফেরাচ্ছেন টলিউড থেকে!

অনেকের মতেই বলিউড বা অনলাইন প্লাটফর্মগুলির মত টলিউডে নাকি পারিশ্রমিক সেভাবে পাওয়া যায় না। অনেক সময় পারিশ্রমিক নিয়ে সমস্যা হয় বাংলা ইন্ডাস্ট্রিতে। তবে, কি এই সমস্যার শিকার  হয়েছেন যীশু সেনগুপ্তও? আর সেই কারণেই কি এভাবে টলিউড থেকে মুখ ফিরিয়ে বলিউডে পাড়ি দিচ্ছেন অভিনেতা। ক্যামেরার সামনে অবশ্য এ নিয়ে  কোনো মন্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি যীশুর তরফে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥