• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও বিশ্বের দরবারে ভারতের জয়জয়কার, মেয়ের সাফল্যে গর্বিত বাবা যীশু সেনগুপ্ত

Published on:

Jisshu Sengupta Daughter Sara Sengupta Makes Bengal Proud Representing India to the world

টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের (Jishu Sengupta) মেয়ে সারা সেনগুপ্ত (Sara Sengupta) অর্থাৎ বাংলা সিনেমার ‘উমা’ (Uma) এবার গোটা বিশ্বের দরবারে উজ্বল করল গোটা বাংলাকে। ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ‘ক্রিশ্চিয়ান ডিও’র মডেল হয়ে র‍্যাম্পে হেঁটেই তাক লাগিয়ে দিলেন যীশু কন্যা। এখন সারার বয়স মাত্র ১৮।

এই বয়সেই বিশ্বের বাছাই করা ১০০ মডেলের মধ্যে র‍্যাম্পে হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন এই বাঙালি কন্যা। সম্পূর্ণ নিজের যোগ্যতায় দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের তাবড়, তাবড় সব ফ্যাশানিস্তাদের সামনে ব্যাপক  আত্মবিশ্বাসের সাথে র‍্যাম্পে হেঁটে  রাতারাতি বাংলার গর্ব হয়ে উঠেছেন এই তারকা সন্তান।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,সারা সেনগুপ্ত,Sara Sengupta,উমা,Uma,সৃজিত মুখার্জী,Srijit Mukherji,ফ্যাশন শো,Fashion Show

আর এই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন আনন্দে আত্মহারা পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji)। আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালে সারা অভিনয় করেছিলেন সৃজিত মুখার্জী পরিচালিত সিনেমায়। তখন সারার বয়স ছিল মাত্র ১৩। সেই ছোট্ট মেয়েই যে আজ এত বড় হয়ে গিয়েছে একথা যেন বিশ্বাসই হচ্ছে না পরিচালক মহাশয়ের।

 

 

View this post on Instagram

 

A post shared by sara (@sarasenguptaa)


সোশ্যাল মিডিয়ায় সারার  র‍্যাম্প ওয়ার্ক  করার একটি ছবি শেয়ার করে ইংরেজিতে সৃজিত লিখেছেন ‘আমার ছোট্ট উমা। ক্রিশ্চিয়ান ডিয়োর মডেল হিসেবে মনোনীত হয়েছে সে। বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন। সেখানে এসেছে আমাদের উমা। অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সে হাঁটল র‍্যাম্পে।  সবটাই সে করেছে নিজের চেষ্টায়। আমি গর্বিত’। পরিচালকের এই পোষ্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে গোটা বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের মন্তব্য।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,সারা সেনগুপ্ত,Sara Sengupta,উমা,Uma,সৃজিত মুখার্জী,Srijit Mukherji,ফ্যাশন শো,Fashion Show

তবে সেখানে সকলের নজর কেড়েছে সারার মা অর্থাৎ যিশু সেনগুপ্তের স্ত্রী তথা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের মন্তব্য। সৃজিতকে ট্যাগ করে তিনি লিখেছেন ‘প্রশিক্ষণ শুরু হয়েছিল উমা থেকেই’।এদিন ইউরোপের বিলাসবহুল ফ্যাশন সংস্থা ক্রিশ্চিয়ান ডিয়োর তরফ থেকে আয়োজিত আলোয় ভরা এই জমকালো র‍্যাম্পের আয়োজন করা হয়েছিল মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। আর সেখানে একমাত্র বাঙালি হিসেবে হেঁটে সবার প্রশংসা ছিনিয়ে নিয়েছেন সারা। তাঁর এই কাজে গর্বিত গোটা বাংলা। এই বয়সেই যীশু কন্যার এই সাফল্যে মুগ্ধ হয়েছেন সবাই।

টলিউড,Tollywood,যিশু সেনগুপ্ত,Jishu Sengupta,সারা সেনগুপ্ত,Sara Sengupta,উমা,Uma,সৃজিত মুখার্জী,Srijit Mukherji,ফ্যাশন শো,Fashion Show

সেই সাথে আগামীর জন্য দুহাত ধরে আশীর্বাদ করেছেন তাঁকে। জানা যায় এই র‍্যাম্প ওয়ার্কে অংশগ্রহণের  আগে সারা বেশ কিছুদিন তালিম নিয়েছিলেন বাংলার সুপার মডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে। বৃহস্পতিবারের এই  ফ্যাশন শোয়ে হাজির ছিলেন বলিউডের রেখা থেকে শুরু করে ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তা সোনাম কাপুর, অনুষ্কা শর্মা, অনন্যা পান্ডের মতো এক ঝাঁক তারকারা।  হাজির ছিলেন আম্বানি থেকে শুরু করে ক্রিকেটার বিরাট কোহলিও। আমন্ত্রিতদের মধ্যে হাজির ছিলেন বিশ্বের শীর্ষ সুপার মডেল বেলা হাদিদ  এবংজিজি হাদিদ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥