• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার টুকরো মেয়ে জিতে নিল সোনা, বাবা হিসাবে গর্বিত অভিনেতা যীশু সেনগুপ্ত

টলিউডের (Tollywood) অভিনেতা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তবে, শুধু অভিনেতাই নন বাঙালিদের হার্টথ্রবও বটে যীশু। উমা, রাজ্ কাহিনী, এক যে ছিল রাজা , মহালয়া থেকে সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘বাবা বেবি ও ‘ প্রতিটি ছবিতেই নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতায় মন জয় করেছেন দর্শকদের। এবার বাবা হিসাবে গর্বে বুক ভরে গেল যীশু সেনগুপ্তর।

কি ভাবছেন? ‘বাবা বেবি ও’ ছবির সাফল্যে জন্য? না আসলে বাস্তবেই মেয়ের জন্য আজ গর্বিত অভিনেতা। যীশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মা (Nilanjana Sharma) ২০০৪ সালে বিয়ে করেন। বর্তমানে তাদের দুই মেয়ে রয়েছে, একজন সারা সেনগুপ্ত (Sara Sengupta) ও অন্যজন জারা সেনগুপ্ত (Zara Sengupta)। দুই মেয়ে আর স্ত্রীকে নিয়েই অভিনেতার সুখের সংসার।

   

Jisshu Sengupa,Sara Sengupta,Zara Sengupta,NIlanjana Sharma,যীশু সেনগুপ্ত,জারা সেনগুপ্ত,সোনা জিতল যীশুর মেয়ে

সম্প্রতি ছোট মেয়ে জারার জন্যই গর্বিত হলেন বাবা যীশু সেনগুপ্ত। সম্প্রতি বাংলা Elocution Competition এ ভাগ নিয়েছিল জারা। এটি হল এমন একটি প্রতিযোগিতা যেখানে কোনো একটি নির্দিষ্ট টপিক দেওয়া হয় প্রতিযোগীদের। এরপর সেই টপিক সম্পর্কে তাদের গিছুয়ে নিজেদের ধারণা প্রকাশ করতে হয়। এই প্রতিযোগিতায় প্রথম হয়ে সোনা জিতেছে। যেটা সত্যিই একটা দারুন খুশির খবর।

Jisshu Sengupa,Sara Sengupta,Zara Sengupta,NIlanjana Sharma,যীশু সেনগুপ্ত,জারা সেনগুপ্ত,সোনা জিতল যীশুর মেয়ে

এমন একটা ভালো খবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতার স্ত্রী। অবশ্য এর জন্য কিন্তু অনেকটাই কৃতিত্ব রয়েছে  লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনিই জারার জন্য এই বিশেষ লেখাটি লিখে দিয়েছিলেন। তাই নীলাঞ্জনা নিজের ইনস্টাগ্রামে জারার সোনা জেতার খবরের পাশাপাশি শ্রীজাতকে ধন্যবাদ জানিয়েছিলেন। সেই পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেছিলেন।

Jisshu Sengupa,Sara Sengupta,Zara Sengupta,NIlanjana Sharma,যীশু সেনগুপ্ত,জারা সেনগুপ্ত,সোনা জিতল যীশুর মেয়ে

শেয়ার করা ছবিতে স্কুল ইউনিফর্মেই দেখা যাচ্ছে জারাকে। এখনও পর্যন্ত অনলাইনের মাধ্যমেই চলছে পড়াশোনা। প্রসঙ্গত, বর্তমানে যীশু সেনগুপ্ত নিজের কাজ নিয়ে বেশ ব্যস্ত। তাই কাজের সূত্রে বা শুটিংয়ের জন্য বাইরে বাইরেই থাকতে হয় তাকে। এই সময় মেয়েদের দায়িত্ব একপ্রকার এক হাতেই সামলাচ্ছেন নীলাঞ্জনা।