আজকালকার দিনে দারুন চর্চার বিষয় হয়ে উঠেছে সারোগেসি। তবে এমন অনেকেই রয়েছেন যারা সারোগেসি পদ্ধতিতে বাচ্চা নেওয়ার কথা জানলেও এটা আসলে কী, এর পদ্ধতিটাই বা কী? এমনই নানা প্রশ্ন রয়েছে তাদের মনে। অনেকের মধ্যে এবিষয়ে অনেক ভুল ধারণাও রয়েছে। তাই সেইসব কথা মাথায় রেখেই পরিচালক অরিত্র মুখোপাধ্যায় দর্শকদের জন্য বানিয়েছেন একটি ভিন্ন স্বাদের সিনেমা বাবা বেবি ও (Baba, Baby, O)।
শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত উইন্ডোজ প্রোডাকশনের এই ‘বাবা, বেবি ও’ সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। আগামীকাল অর্থাৎ ৪ ফ্রেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।
জানা গেছে গতবছর মার্চে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তখন সারোগেসি তেমন চর্চায় না থাকলেও এখন দারুন প্রাসঙ্গিক। এপ্রসঙ্গে রসিকতা করে যীশুর উত্তর ‘ সম্প্রতি সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া মা হওয়ায় এটা নিয়ে আবার সবাই কথা বলছেন।প্রিয়াঙ্কা বোধহয় জানতেন না আমাদের ‘বাবা বেবি ও’ রিলিজের তারিখটা।’উল্লেখ্য এই সিনেমার হাত ধরে সিনেমা প্রেমীরা যীশু সোলাঙ্কির মত অসম বয়সী এক নতুন জুটি পেলেন।
আর প্রথম বার এই জনপ্রিয় টেলি অভিনেত্রীর সাথে কাজ করেই তাকে একেবারে ফুল মার্কস দিয়েছেন যীশু। সোলাঙ্কির সাথে অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়ে যীশু বলেছেন সোলাঙ্কির সঙ্গে কাজ করে ভাল লেগেছে। খুব আন্ডারস্ট্যান্ডিং মেয়ে। সিনিয়র হিসেবে পরিচালক যেটা চেয়েছেন কিংবা আমিও যদি কখনও কিছু বলতাম যে এটা ওভাবে করলে ভাল হয়…। শোলাঙ্কি কিন্তু ঝটপট সেভাবে ক্যামেরার সামনে শট দিত। দক্ষ অভিনেত্রী হওয়ার খুব ভাল গুণ এটা। খুব মিষ্টি মেয়ে।’
এই মুহূর্তে বাংলা, হিন্দি, তেলেগু কোথায় নেই যীশু সেনগুপ্ত। সব ইন্ডাস্ট্রি তেই সমান তালে অভিনয় করে চলেছেন তিনি। তবে যীশু জানিয়েছেন এক্ষেত্রে বরাবরই তার কাছে প্রাধান্য পায় সিনেমাটায় তার চরিত্রের গুরুত্ব রয়েছে কতটা। এমনিতে বিতর্ক থেকে বরাবরই দূরে থাকেন যীশু। তাই সোশ্যাল মিডিয়া তেও কাজের প্রয়োজন ছাড়া দেখা যায় না যীশু কে। তবে সোশ্যাল মিডিয়ায় সহ অভিনেতা দের কাদা ছোড়াছুড়ি প্রসঙ্গে যীশু বলেছেন ‘নাম আছে বলেই কন্ট্রোভার্সি হয়। আপনি যে পেশাতেই থাকুন না কেন, জনপ্রিয়তা না থাকলে কাউকে নিয়ে বিতর্ক তৈরি হয় না! ‘