দিন কয়েক আগেই শেষ হয়েছে যীশু সেনগুপ্তর নতুন ছবি (Jishu Sengupta) ‘বাবা বেবি ও’ (Baba Baby O) এর শ্যুটিং। এই ছবিতে যিশুর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী সোলাঙ্কি রায়-কে (Solanki Roy)। জুটিতেও যেমন চমক৷ এই গল্পেও তেমন তুলে ধরা হয়েছে এক্কেবারে ছক ভাঙা কাহিনি। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ খ্যাত পরিচালক অরিত্র মুখোপাধ্যায় এই ছবির পরিচালনা করছেন।
বলিউডের করণ জোহর যেমন সিঙ্গেল ফাদার হয়ে অবাক করেছিলেন। এই ছবিতে একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন যীশু। ‘ ছবিতে মেঘ অর্থাৎ যীশু একজন সিঙ্গেল ফাদার, বয়স ৪০ হলেও বিয়ে করবেন না বলেই ঠিক করে সে। এদিকে বাবা হতে চান তাই সারোগেসির সাহায্যে দুই সন্তানের বাবা হন।
অন্যদিকে সোলাঙ্কি অর্থাৎ বৃষ্টি মেঘের প্রেমে পড়ে গিয়েছে। বৃষ্টি আবার বাচ্চা মোটেই পছন্দ করে না। এদিকে মেঘের বাচ্চা দেখে বৃষ্টি তাকে বিবাহিত মনে করে। এই সমস্ত কনফিউজন আর নানান খুঁটিনাটি ঘটনা নিয়েই তৈরী হয়েছে এক রোমান্টিক কমেডিওয়ালা ছবি।
এই সিনেমা দুই ‘বেবি’র বাবা হলেন যীশু। তাই এই ছবিতে যীশু বাদেও আর দুইজন নায়ক হল সাড়ে ৭ মাসের এক জোড়া খুদে। তাদের নাম কাইজান কামাল ও অভিরাজ সাহা। এত ছোট বাচ্চা, পরিচালক প্রথমে ভেবেছিলেন আদেও এদের দিয়ে শ্যুট করা সম্ভব হবে কিনা। পরে যদিও দেখেন পুচকে দুটো যীশুকেই নিজের বাবা ভাবতে শুরু করেছে।