• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরু হয়েছে JioGames Clash Royale টুর্নামেন্ট! জিততে পারেন ২.৫ লক্ষ টাকা পুরস্কার

রিলায়েন্স Jio টেলিকম সেক্টর ছাড়াও আরো নানান ভাবে গ্রাহকদের নিজের প্রতি আকৃষ্ট করে। স্বল্প মূল্যে ডেটাতো রয়েছেই সাথে বিভিন্ন প্লাটফর্ম রয়েছে জিওর। তার মধ্যে একটি  বেশ জনপ্রিয় প্লাটফর্ম হল জিও গেমস (Jio Games)। JioGames এ প্রচুর গেম রয়েছে, যা ফাঁকা সময়ে অনায়াসেই খেলতে পারবেন একদম ফ্রীতে।

এবার একটি Clash Royale টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে JioGames। এই Clash Royale হল একটি ফ্রি-টু-প্লে মাল্টিপ্লেয়ার স্ট্র্যাটেজি গেম।অনেকটা Clash of Clans এর মতোই এই গেমটি। এই টুর্নামেন্টের জন্য JioGames সুপারসেলের মত ডেভেলপারদের সাথে পার্টনারশীপ করেছে। টুর্নামেন্টে যে জিতবে তাকে দেওয়া হবে ‘ইন্ডিয়া কা গেমিং চ্যাম্পিয়ান’ এর খেতাব। সাথে থাকবে ক্যাশ প্রাইজ মানি। এছাড়াও প্রতি সপ্তাহে থাকবে একটি করে পুরস্কার।

   

JioGames Clash Royale টুর্নামেন্ট ২৮শে নভেম্বর থেকে শুরু করে আগামী ২৫শে ডিসেম্বর পর্যন্ত মোট ২৭ দিন ধরে চলবে। এই টুর্নামেন্টে প্রতিযোগীদেরকে ওয়ান ভি ওয়ান গেমগুলিতে জেতার মাধ্যমে ফাইনালে পৌঁছাতে হেব। ফাইনাল রাউন্ডে বিজয়ী হলে থাকবে ‘ইন্ডিয়া কা গেমিং চ্যাম্পিয়ান’খেতাব। সাথে আরো অনেক পুরস্কার। তবে, এখানেই শেষ নয়, আগেই বলেছি সাপ্তাহিক পুরস্কার থাকবে। আপনি যদি সাপ্তাহিক বিজেতা হন তাহলে আপনি জিতে নিতে পারেন আড়াই লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ পুরস্কার।

কিভাবে খেলবেন এই টুর্নামেন্ট? তাহলে বলি বর্তমানে টুর্নামেন্টের জন্য প্রি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। রেজিস্ট্রেশন করতে নির্দিষ্ট পেজে গিয়ে রেজিস্টার করতে হবে। ১৯শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। টুর্নামেন্টটি মোট ৪টি ধাপে খেলা হবে। ১ম ধাপে ২৮শে নভেম্বর থেকে ১৯ শে ডিসেম্বর পর্যন্ত খেলা হবে। এরপর দ্বিতীয় ধাপের খেলা হবে ২১শে ডিসেম্বর থেকে। দ্বিতীয় রাউন্ডের পর সম্ভবত ২৪শে ডিসেম্বর সেমি ফাইনাল ও ২৫শে ডিসেম্বর ফাইনাল খেলা হবে। ফাইনাল ও সেমিফাইনাল খেলা JioTV তে দেখানো হবে।

site