• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাল ইনারের ফাঁকে উঁকি দিচ্ছে বিভাজিকা,হটনেস বোম্ব ঝুমাবৌদির ছবি ফের ভাইরাল নেটপাড়ায়

মোনালিসা মানেই পুরুষদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার পারদ, মোনালিসা মানেই দেওয়রদের ঘুম ওড়ার জোগাড়, আর সাথে সাথে মোনালিসা মানেই সাহসী ছবি। হইচই ওটিটি প্ল্যাটফর্মের ‘দুপুর ঠাকুরপো’ সিরিজের নাম শুনলেই স্বস্তিকার পরেই যাঁর নাম মাথায় আসে আসে, তিনি হচ্ছেন অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা।

একদা ভোজপুরী, তামিল ও ওড়িশা ইন্ডাস্ট্রি কাঁপানো এই ‘আইটেম গার্ল’ ইন্সটায় ফের ধরা দিয়েছেন হট অবতারে। মোনালিসার অভিনয় হোক বা আইটেম ডান্স, সবেতেই মজেছে বাঙালি সহ বিহারের অধিকাংশ যুবক। তাই বাঙালি তরুণ তুর্কিদের কাছে ঝুমা বৌদি এখন খুব কাছের একটি নাম।

পোশাকের ক্ষেত্রে রাখঢাক রাখা এক্কেবারে না পসন্দ ঝুমা বৌদির। শাড়ি থেকে বিকিনি, হট প্যান্ট থেকে জিন্স সবেতেই স্বচ্ছন্দ মোনালিসা। এবার তিনি হাজির হয়েছে লাল ইনার আর ডেনিম হটপ্যান্টে৷ ইনারের ফাঁকে উঁকি দিচ্ছে সুগভীর বিভাজিকা। আর লুককে আরও সাহসী করে তুলেছে তার উন্মুক্ত উরু জোড়া। চোখে পরেছেন রোদ চশমা আর ঠোঁটে লাল লিপস্টিক। এহেন একগুচ্ছ হট ছবি দিয়েও ধৈর্য্য ধরার বার্তা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, “প্রকৃতির শান্তি অনুভব করার গোপন রহস্য হল ধৈর্য্য “। ছবি পোস্ট করা মাত্রেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। জানা গিয়েছে কেরিয়ারের শুরুতে, মোনালিসার বাবার বয়সী এক ডিভোর্সি ব্যক্তির সঙ্গে টানা ৬ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। সেই ব্যক্তির নাম মদন। মদনের সঙ্গে টানা ৬ বছর সম্পর্ক থাকলেও এই বিষয়ে বিশেষ মুখ খোলেন না অভিনেত্রী। তার সঙ্গে বিচ্ছেদের পর বিক্রান্ত সিং রাজপুতের সঙ্গে রিলেশনে জড়ান মোনালিসা।২০১৬ সালে তারা বিয়ে সারেন।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥