সারা সপ্তাহ জুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝেই দর্শকদের স্বাদ বদলের জন্য হাজির হয়ে থাকে ভিন্ন স্বাদের সব রিয়ালিটি শো গুলি। আর বাংলার জনপ্রিয় রিয়ালিটি শোয়ের কথা উঠলে এই মুহূর্তে সবার প্রথমেই আসে জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর নাম। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের বাস্তব কাহিনী শোনাতে আসেন তারা।
যা প্রতিনিয়ত অনুপ্রেরণা জোগায় বাংলার অগণিত দিদিদের। তবে শুধু সাধারণ মানুষই নয় মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে আসেন সেলিব্রেটিরাও। শুরু থেকে এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) অনবদ্য সঞ্চালনা। দর্শকমহলে এই শোয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।
সিজনের পর সিজন ধরে বেড়েই চলেছে এই শোয়ের জনপ্রিয়তা। এই জনপ্রিয় রিয়েলিটি শোতে মাঝেমধ্যেই আসেন টেলি জগতের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরাও। তবে এই কথা ঠিক দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে প্রতিটা এপিসোড দর্শকদের অত্যন্ত পছন্দের হলেও যেদিন সেলিব্রেটিরা আসে সেই দিন এই শো দেখার মজা দ্বিগুণ হয়ে যায় দর্শকদের।
গতকাল তেমনই সানডে ধামাকা এপিসোডে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন ইউটিউব দুনিয়ায় বেশ জনপ্রিয় কয়েকজন মুখ। তাদের মধ্যেই অন্যতম জনপ্রিয় ইউটিউবার (Youtuber) ঝিলম গুপ্ত (Jhilam Gupta)। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ ঝিলামের ‘উড়ন্ত বাইকে দুরন্ত মামণি’ শোনেননি এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ম্যানেজার রনির সঙ্গে। জি বাংলার রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসেছিলেন তিনি। সেখানেই হাসি-আড্ডা-গল্পে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চ মাতিয়ে রেখেছিলেন ঝিলম। সেখানেই কথাপ্রসঙ্গে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঝিলাম বলেন কদিন আগেই তার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল।
এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ঝিলম বলে ওঠেন ‘গিয়ে তো আমি অবাক দেখলাম দাদা তো সোজাই হাঁটে। কিন্তু যখন সিনেমাতে কোন নায়িকার সঙ্গে রোমান্স করেন তখন কেমন যেন ক্রিস ক্রস করে হাঁটে। ক্যাটওয়াক হয়ে যায়। প্রিয় নায়কের সম্পর্কে ঝিলমের মুখে এমন কথা শুনে চোখ কপালে ওঠে রচনা বন্দ্যোপাধ্যায়ের। পরক্ষণে দমফাটা হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। এদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা বন্দোপাধ্যায়ের সাথে জনপ্রিয় সিনেমা ‘সবুজ সাথী’-র গানে নাচ করেন ঝিলম।