• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘোড়ায় চড়ে সকলকে হতবাক করেছিলেন ছোট্ট ঝাঁসির রানী ! আজ বড় হতেই তার সৌন্দর্যে মাত গোটা দেশ

Published on:

ঝাঁসির রানী,উল্কা গুপ্ত,ছবি,মনু,jhanshi rani,ulka gupta

টিভি সিরিয়াল ঝাঁসির রানি (Jhansi Rani) সবার নজর কেড়েছিল। এই সিরিয়াল থেকে জানা গিয়েছিল রানী লক্ষ্মী বাঈয়ের জীবনের নানান গল্প। ধারাবাহিক সাফল্য পাওয়ার  হল এতে উপস্থিত সমস্ত অভিনেতারাই এই সিরিয়ালে প্রাণ ঢেলে কাজ করেছেন। । এই ধারাবাহিকে মণিকর্ণিকা চরিত্রে অভিনয় করেছেন দুই শিল্পী। অন্যদিকে মনুর চরিত্রে অভিনয় করেছিলেন উলকা গুপ্তা। উল্কা গুপ্তার স্টাইল এবং অভিনয় সবার কাছে প্রশংসিত হয়েছিল। কিন্তু এখন মনু অর্থাৎ উল্কার চেহারা সম্পূর্ণ বদলে গেছে।

সেই ছোট্ট মেয়ের এখনকার ছবি দেখলে আপনি আকাশ থেকে পড়তে বাধ্য হবেন। উল্কা গুপ্তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ছবিতে তাকে দেখে চেনা খুব কঠিন। উল্কা গুপ্তাকে এই ছবিগুলিতে খুব গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে।

ঝাঁসির রানী,উল্কা গুপ্ত,ছবি,মনু,jhanshi rani,ulka gupta

এই ছবিগুলি দেখে ভক্তরা বলছেন যে তারা নিশ্চিত নন যে এই ঝাঁসির রানীর সেই ছোট্ট মেয়েটি। তখন অন্য ব্যবহারকারী বললেন,’ কী ব্যাপার, আপনি এতটা বদলে গেছেন কীভাবে।’

 कान में झुमके, हाथ में कंगन, उंगियों में मोटी रिंग, माथे पर बिंदिया और कमर बंद पहने हुए उल्का गुप्ता का पारंपरिक लुक कमाल का दिख रहा है. (Photo- Ulka Gupta Instagram)

বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের গাঢ় বা কালো রঙের কারণে বর্ণবাদের শিকার হয়েছেন এবং তাদের একজন হলেন উলকা গুপ্তা। হ্যাঁ, সেই একই উল্কা যিনি খুব অল্প বয়সেই ‘ঝাঁসির রাণী’ চরিত্রে অভিনয় করে নিজের গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করেছেন। কিন্তু এই শো করার পর তার কালো রঙের কারণে পরিচালকদের দ্বারা প্রত্যাখ্যাত হন তিনি। কিন্তু এখন  তার সৌন্দর্যে থ সকলেই।

ঝাঁসির রানী,উল্কা গুপ্ত,ছবি,মনু,jhanshi rani,ulka gupta

এই ধারাবাহিক করার সময় উল্কা গুপ্তাকে ঘোড়ায় চড়তে কিংবা তরবারি চালাতেও দেখা গিয়েছে ,কিন্তু এখন কিশোরী থেকে যুবতী হয়ে উল্কা নিজের রূপের ধারেই মাত করেছেন সকলকে।

ঝাঁসির রানী,উল্কা গুপ্ত,ছবি,মনু,jhanshi rani,ulka gupta

মানুষ উলকা গুপ্তার বৈশিষ্ট্যের প্রশংসা করছেন যিনি মনুর ভূমিকায় প্রতিটি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। সাম্প্রতিক ফটোগুলিতে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে এবং তার সৌন্দর্যকে অসামান্য এবং মাইন্ড ব্লোয়িং হিসাবে বর্ণনা করা হচ্ছে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥