• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২৫ বছরের ছোট ভাই জেহ -এর প্রথম জন্মদিনে সারা ! চার সন্তানের সাথে কাটিয়ে মজা করলেন সইফ

পতৌদি পরিবারের সর্বকনিষ্ঠ নবাব জাহাঙ্গীর আলী খান (Jeh ali khan) সবেমাত্র ১ বছর বয়সে পা দিলেন। গত সোমবার, অর্থাৎ ২১ শে ফেব্রুয়ারি,২০২২ এই গোটা পতৌদি পরিবার মিলে সাইফ আলী খান (Saif Ali khan) এবং কারিনা কাপুর খানের (Kareena kapoor khan) প্রিয় পুত্র জেহ আলী খানের প্রথম জন্মদিন ধুমধাম করে উদযাপন করলেন।

সাইফ আলি খানের চার সন্তান সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহ আলি খান তাদের বাবা সাইফ আলি খানের সাথে একসঙ্গে পুচকের জন্মদিন উপলক্ষে হয় হল্লা করেন। সারার কোলে জেহ , আর ইব্রাহিমের ঘরে তৈমুর উঠে ছবি তোলেন , পাশে দাঁড়িয়ে সইফ। সকলের মুখেই হাসি লেগে রয়েছে। এই ছবি থেকেই স্পষ্ট সইফের দুই পক্ষের চার্ সন্তানদের মধ্যে বেজায় মিলমিশ।

   

saraalikhan95_274366799_1006744290217525_2878311548161877374_n

সারা আলি খান তার ছোট ভাই জেহ আলী খানের জন্মদিন উদযাপনে তার ভাই ইব্রাহিম আলী খানের সাথে যোগ দিয়েছিলেন এবং তিনি জেহ আলী খানের জন্মদিন উদযাপনের অনেকগুলি বিশেষ ঝলক শেয়ার করেছেন এবং একই সাথে , কারিনা কাপুর খানও তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যাতে তার দুই ছেলে তৈমুর আলী খান এবং জেহ আলী খানকে মাটিতে খেলতে দেখা যায়।

saraalikhan95_274384349_609464376909979_7868493362350349206_n

এছাড়াও কারিনা তার বাবা সাইফ আলি খানের সাথে জেহ আলী খানের একটি ছবিও শেয়ার করেছেন যাতে তাদের একসঙ্গে খুব কিউট স্টাইলে দেখা যায়।

saraalikhan95_274498605_3067364273530925_8651393655603223552_n

জেহ আলি খানের জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে তাঁর পিসি সোহা আলি খান এবং সাবা আলি খানও উপস্থিত ছিলেন এবং করিনা পুত্রের সাথে তাদের ছবিও তুমুল ভাইরাল হয়। সারা আলি খান তার ভাই জেহ আলী খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অনেকগুলি ছবি শেয়ার করেছেন এবং এই ছবিগুলি শেয়ার করার সময় সারা আলি খান ক্যাপশন লিখেছেন, “শুভ প্রথম জন্মদিন বেবি জে।”