• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদ জল্পনার মাঝেই পড়াচ্ছেন সুখী থাকার পাঠ! নতুন করে চর্চায় জীতু কমল

Published on:

Jeetu Kamal's social media post goes viral

অভিনেতা জিতু কমল এবং নবনীতা দাসের (Jeetu Kamal & Nabanita Das) বিচ্ছেদ (Break Up) জল্পনা নিয়ে চর্চা যেন কিছুতেই  থামছে না নেটপাড়ায়। এই মুহূর্তে জীতু ব্যস্ত রয়েছেন একের পর এক সিনেমার শুটিংয়ে। সদ্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে পরপর দুটি সিনেমার শুটিং সেরেছেন অভিনেতা। অন্যদিকে নবনীতাও ব্যস্ত রয়েছেন নিজের  সিরিয়ালের শুটিং এর কাজে।

গত মাসেই প্রকাশ্যে এসেছে জীতু-নবনীতার বিচ্ছেদের খবর। সোশ্যাল মিডিয়া পোস্টে দাম্পত্য জীবনে ইতি টানার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। যদিও জিতু নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন তিনি তাঁর বাচ্চা বৌকে ডিভোর্স দিতে নারাজ। উল্টে তিনি নবনীতার উদ্যেশ্যে লিখেছিলেন নবনীতার উদ্দেশে লিখেছিলেন, তিনি তাঁকে এতদিন যেভাবে আগলে রেখেছিলেন, ভবিষ্যতেও আগলে রাখবেন ঠিক সেভাবেই।

Tollywood couple Jeetu Kamal and Nabanita Das divorce reasons

তাই ভবিষ্যতে এই জুটির সম্পর্কটা ঠিক কোন দিকে মোড় নিতে চলেছে তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন অনুরাগীরা। মাঝে শোনা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে সিনেমা করার পরেই নাকি তাঁদের দাম্পত্য জীবনে চীড় ধরেছে। যদিও নবনীতা এই জল্পনা কে উড়িয়ে দিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন তাদের মধ্যে কোনদিন কোন তৃতীয় ব্যক্তি আসেনি। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামও এর সাথে কোনভাবেই যুক্ত নয় সেকথাও জানিয়েছিলেন নবনীতা।

প্রসঙ্গত বিচ্ছেদ জল্পনাকে কেন্দ্র করে শিরোনামে উঠে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রেম নিয়ে একের পর এক  পোস্ট করে চলেছেন জিতু। আর এবার তিনি ভক্তদের পড়ালেন জীবনে সুখী হওয়ার পাঠ। এদিনের পোস্টে অভিনেতা লিখেছেন ‘জীবনে একটাই সুখ, কাউকে ভালবাসা ও ভালবাসা পাওয়া।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,বাংলা সিনেমা,Bengali Cinema,টলিউড,Tollywood,জীতু কমল,Jeetu Kamal,নবনীতা দাস,Nabanita Das,বিচ্ছেদ,Separation,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল পোস্ট,Viral Post

ইদানিং জিতু নবনীতা কোন পোস্ট করা মাত্রই সেই পোস্টের কমেন্ট সেকশনে অনুরাগীরা বারবার অনুরোধ জানাচ্ছেন তাঁরা যেন সম্পর্কটাকে আবার আগের আগের মতোই ঠিক করে নেন। প্রথমে বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে থাকলেও ইতিমধ্যে তারা দুজনেই অস্বস্তি কাটিয়ে আবার সক্রিয় হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥