• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নবনীতা অতীত শ্রাবন্তীই সব! টলি অভিনেত্রীর আবদার মেটাতে হাওয়া টাইট জীতু কমলের

Published on:

টলিউড,Tollywood,বাংলা  সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,নবনীতা দাস,Nabanita Das,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। ছোটপর্দা থেকে অভিনয়ে হাতে খড়ি হলেও এখন বাংলা সিনেমা (Bengali Cinema) জগতেরেও বেশ পরিচিত মুখ তিনি। বিশেষ করে ‘অপরাজিত’ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করার পর থেকে বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে জিতু কমলের নাম ডাক। সিরিয়ালের সূত্র ধরেই তাঁর সাথে পরিচয় হয়েছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী নবনীতা দাসের।

তাঁদের সেই পর্দার প্রেম বাস্তবে গড়াতেই এখন তাঁরা দুজন স্বামী স্ত্রী। এমনিতে জিতুকে বেশিরভাগ সময়ই নবনীতার সাথে কাটাতে দেখা যায় কিন্তু বর্তমানে স্ত্রীকে ছেড়ে এক অন্য নারীর সাথে বেশিরভাগ সময় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি আর কেউ নন তিনি হলেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।

টলিউড,Tollywood,বাংলা  সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,নবনীতা দাস,Nabanita Das,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু আচমকা নিজের স্ত্রীকে ছেড়ে শ্রাবন্তীর সাথেই সময় কাটাচ্ছেন কেন জিতু? এই প্রশ্নের উত্তর খুঁজছেন সকলেই। আসলে বর্তমানে আসন্ন সিনেমা ‘বাবুসোনা’তে একসাথে জুটি বেঁধেছেন জিতু এবং শ্রাবন্তী। বর্তমানে এই সিনেমারই  শুটিংয়ের কাজে লন্ডনে রয়েছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by jeetu??(J.K) (@jeetu_kamal)

সেখানেই শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই শ্রাবন্তীর সাথে বিভিন্ন ছবি থেকে রীল ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে জিতুকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে ৯০-এর দশকের জনপ্রিয় হিন্দি সিনেমা ‘ধারকান’এর বিখ্যাত গান গেয়ে শ্রাবন্তীর উদ্দেশ্যে জিতু বলছেন ‘তুম জো কেহ তো চাঁদ তারো কো তোর লাউঙ্গা মে’।

টলিউড,Tollywood,বাংলা  সিনেমা,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জীতু কমল,Jeetu Kamal,শ্রাবন্তী চ্যাটার্জী,Srabanti Chatterjee,নবনীতা দাস,Nabanita Das,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media

উত্তরে হাসি মুখেই শ্রাবন্তী বলে ওঠেন, ‘যাও তাহলে আমার জন্য চাঁদ নিয়ে এসো’৷ নায়িকার মুখে একথা শুনেই মন ভেঙেছে জিতুর। নায়িকার বায়নাক্কা সামলাতে না পেরে মুখ ছোট করে চলে যান জিতু। ভিডিওটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘কেন তুমি আমার সঙ্গে এমন রসিকতা করছ?’ উত্তরে আবার শ্রাবন্তীও লিখেছেন ‘এটাই আমি ভালবাসি৷’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥