• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাঁচা বাদাম গানে নাচে স্ত্রী সহ নাচলেন ‘অপরাজিত’র সত্যজিৎ অভিনেতা জিতু কমল, রইল ভিডিও

Published on:

Jeetu Kamal Nabanita Das with Bhuban Badyakar Kacha Badam Song video

‘কাঁচা বাদাম’ (Kacha Badam) সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ এই গান এখনও পর্যন্ত শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। মাস কয়েক আগে এই গানের জেরেই চরম ভাইরাল হয়ে পড়েন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি এমনকি বিদেশের লোকেরাও এই গানে নেচে উঠেছেন ও সুর বানিয়েছেন। তবে এবার কাঁচা বাদাম গানে ভুবনবাবুর সাথে নাচলেন জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)।

বীরভূমের একজন সাধারণ বাদাম বিক্রেতা ছিলেন ভুবন বাদ্যকর। বাদাম বিক্রির জন্যই গান বেঁধেছিলেন। যেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে যায়। একটা গানের জেরেই রাতারাতি ভাইরাল হয়ে পড়েন ভুবনবাবু। ভাগ্য ফিরে যায় তাঁর। টলিউড থেকে বলিউডের তারকাদের সাথে আলাপ থেকে তাদেরকে নিজের গানে নাচিয়েছেন তিনি।

Bhuban Badyakar,Kacha Badam,Jeetu Kamal,Nabanita Das,Kacah Badam Reel Video,কাঁচা বাদাম,নবনীতা দাস,ভুবন বাদ্যকর,জিতু কমল

সম্প্রতি ভুবনবাবুর কাঁচা বাদাম গানে নেচে উঠল টলিউডের সেলেব দম্পতি জিতু কমল ও নবনীতা দাস। দুজনেই টেলিভিশনের জনপ্রিয় মুখ। মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে মা তারার চরিত্রে দেখা গিয়েছিল নবনীতাকে। অন্যদিকে জিতু কমলও টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ। তবে বর্তমানে জিতু কমল আরও অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছেন সকলের কাছে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ এর জেরে। ছবিতে সত্যজিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। আর তাঁর লুকস যেন অবিকল সত্যজিৎ।

Bhuban Badyakar,Kacha Badam,Jeetu Kamal,Nabanita Das,Kacah Badam Reel Video,কাঁচা বাদাম,নবনীতা দাস,ভুবন বাদ্যকর,জিতু কমল

গতকাল অর্থাৎ রবিবার ছুটির মুডে ছিলেন জিতু-নবনীতা। কাজের ব্যস্ততার ফাঁকে একটু ঘুরে বেড়ানো তো হতেই পারে। আর সাথে যদি দেখা হয় বিখ্যাত কাঁচা বাদাম গায়ক ভুবন বাদ্যকরের সাথে তাহলে কি আর ট্রেন্ডিংয়ে থাকার এমন একটা সুযোগ হাত ছাড়া করা যায়! এদিন ভুবনবাবু ও তাঁর স্ত্রীর সাথে দেখা করেছেন জীতু-নবনীতা।

 

View this post on Instagram

 

A post shared by Nabanita❤ (@nabanita.das)

এরপর ভুবনবাবু বিখ্যাত সেই কাঁচা বাদাম গান গেয়েছেন আর সেই গানের তালেই নাচের রিল ভিডিও তৈরী করেছেন নবনীতা। ভিডিওতে পাঞ্জাবি পাজামা পরে স্ত্রীর পাশে দেখা যাচ্ছে বাদামকাকুকে। সাথে নীল রঙের গাউনে নাচছেন নবনীতা। ভিডিওর শেষের দিকে জীতু কমলকেও দেখা গিয়েছে ক্যামেরা হাতে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কারণ এখনও ট্রেন্ডিংয়ে আছে এটা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥