• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই! স্বামী জিতুকে বেধরক মারলেন নবনীতা, নেটপাড়ায় ভাইরাল ভিডিও

২০২১ এ একাধিক বলিউড থেকে টলিউড তারকাদের বিচ্ছেদের সাক্ষী থেকেছে নেটপাড়ায়। তবে সম্প্রতি টেলি তারকা জিতু কামাল (Jeetu Kamal) ও নবনীতা দাসের (Nabanita Das) বিচ্ছেদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। জল্পনার সূত্রপাত হয় অভিনেতারই এক সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে। যেটা দেখার পর একপ্রকার মন খারাপ অনুগামীদের।

অবশ্য এই প্রথম জিতু-নবনীতার বিচ্ছেদের জল্পনা ছড়ায় নি। এর আগেও এমনটা শোনা গিয়েছিল। তবে এবারে গুঞ্জন আইনিভাবেই বিচ্ছেদ করতে চাইছেন অভিনেতা স্ত্রী নবনীতার থেকে। অভিনেতার সাথে একটি ফটোশুট করার কথা ছিল অভিনেত্রীর, কিন্তু তাতে না করে দিয়েছেন তিনি। এছাড়াও সিরিয়ালেও জুটি বাধার কথা ছিল, তাতেও নাকি না করে দিয়েছেন অভিনেতা।

   

nabanita das jeetu kamal

এই সমস্ত খবর ছড়িয়ে পড়তেই বিচ্ছেদের গুঞ্জন রটেছে টলিপাড়ায়। যদিও আসল সত্যিটা কি সেটা জানা গিয়েছে স্বয়ং অভিনেতার থেকেই। টলিপাড়া বা নেটপাড়ায় যে এমনটা গুঞ্জন রটেছে সে সম্পর্কে ধারণাই ছিল না অভিনেতার। তিনি জানান, তেমন কিছুই নেই বরং স্ত্রী নবনীতাকে নিয়ে কাশ্মীরে ঘুরতে যাবার প্লানিং সেরে ফেলেছেন তারা। মার্চের ২৭ তারিখ ঘুরতে যাচ্ছেন তারা।

jeetu kamal,nabanita das,tollywood,জিতু কামাল,নবনীতা দাস,টলিউড

একদিকে এই সমস্ত আলোচনা নিয়ে যখন টলিপাড়া সরগরম তখনই ভাইরাল হয়েছে জিতু আর নবনীতার আরও একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নোরা ফাতেহি আর গুরু রান্ধওয়ার ‘ ডান্স মেরি রানি’ গানে উত্তাল নাচছেন জিতু এবং নবনীতা। কিন্তু নবনীতা থেমে গেলেও জিতুর থামার কোনোও রকম লক্ষণই নেই। তিনি মনের সুখে নেচেই চলেছেন৷ আর এই কান্ড দেখেই রেগে আগুন নবনীতা। থামতে বলাতেও যখন জিতু কিছু তেই থামছেন না, বরকে বেধরক মারেন নবনীতা। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহুর্তে অনীক দত্তের ছবি ‘অপরাজিত’ নিয়ে চূড়ান্ত ব্যস্ত জিতু। সত্যজিৎ রায়ের লুকে জিতুকে দেখে চমকে উঠেছিল দর্শকেরা। এদিকে ‘ মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক সদ্য শেষ হওয়ায় এখন অবসরেই আছেন নবনীতা.

 

View this post on Instagram

 

A post shared by jeetu?? (@jeetu_kamal)