সম্প্রতি পুলিশের বিরুদ্ধের বিরুদ্ধেই হেনস্থার অভিনয় তুলে সরব হলেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) ও তাঁর স্ত্রী নবনীতা দাস (Nabanita Das)। গত বৃহস্পতিবার মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয় জিতু-নবনীতার গাড়ির। এমন একটা ভয়ংকর ঘটনার পর থানাতে গিয়েও অপমানিত ও চূড়ান্ত হেনস্থার শিকার হতে হল, এমনই বিস্ফোরক অভিনয় এনেছেন অভিনেত্রী।
যেমনটা জানা যাচ্ছে এদিন রাতে সোদপুরের দিকে যাওয়ার পথে মাঝেরহাট ক্রসিংয়ে একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। জিতু ও নবনীতার অভিযোগ লরিটিই তাদের গাড়িতে ধাক্কা দেয়। এরপর লরির ড্রাইভারকে দাড়ি করানো হয়ে ঘটনা স্থলেই। কিন্তু ড্রাইভার উল্টে তাদেরকেই দোষ দিতে শুরু করেন। এরপর নিমতলা থানায় অভিযোগ জানাতে গিয়েই চূড়ান্ত খারাপ অভিজ্ঞতা অভিনেত্রীর।
অভিযোগ তো নেওয়া হয়নি বিফলে কয়েকঘন্টা ধরে থানায় বসিয়ে রাখা হয়েছিল জিতু-নবনীতাকে। এখানেই শেষ নয়, থানা থেকে বেরোতেই অভিযুক্ত লরির ড্রাইভার ও খালাসীই চড়াও হয় তাদের ওপর। অশ্লীল ভাষায় আক্রমণ থেকে খুনের হুমকি পর্যন্ত দেয় তাঁরা। কিন্তু এই গোটা ঘটনায় নাকি নিষ্ক্রিয় ছিল পুলিশ, এমনটাই অভিযোগ অভিনেত্রীর।
অভিযুক্তদের বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে জিতু-নবনীতার গাড়িই বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এরপর নবনীতার অভিযোগের ভিত্তিতে শেষমেশ পাকড়াও করা হয় অভিযুক্ত চালক শিবাশিস দাসকে। সাথে তিন সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। নবনীতাও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন।
এই গোটা ঘটনায় মানসিকভাবে উদবিগ্ন হয়ে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। সমস্ত ঘটনা সোশ্যাল মিডিয়াতে লাইভ ভিডিও করে সংক্ষেপে জানিয়েছেন তিনি। ভিডিও চলাকালীনই কান্নায় ভেঙে পড়েন নবনীতা। এমন একটা অভয়ংকর অভিজ্ঞতার পর যে আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি সেটাও জানান ভিডিওতেই।