• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শয়তানকে শিক্ষা দিতে রাম নয় দরকার রাবণের! রামনবমীতে খলনায়কের ভূমিকায় প্রকাশ্যে জিৎ

জিৎ,তনুশ্রী চ্যাটার্জি,রাবণ,দ্যুতিমান ভট্টাচার্য,ডিসিপি,হাওড়া,টলিউড,রাবণের ট্রেলার,Raavan Trailer,Jeet,Tanushree chatterjee,raavan,tollywood

এতদিন পর্যন্ত জিৎকে (Jeet) আমরা দেখেছি সুপারস্টার নায়কের ভূমিকাতেই৷ কিন্তু যতই দিন যাচ্ছে বদলাচ্ছে বাংলা ছবির স্বাদ, গল্প আসছে নয়া মোচড়, চরিত্রেও দেখা যাচ্ছে নতুনত্বের স্পষ্ট ছাপ। তাই আসন্ন ছবিতে এবার জিৎ নায়ক নন বরং খলনায়কের ভূমিকাতেই ফিরছেন, ফিরছেন রাম নয় রাবণ হয়ে। দিন কয়েক আগেই জিৎ-এর শেষ সিনেমা বাজি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। কোভিডকালীন সময়ে বাংলা ছবির বেহাল দশা কারোরই নজর এড়ায়নি। তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই নিজস্ব ছন্দে ফিরছে টলিউড।

কোভিডের পরে এবার টলিউডের সুপারস্টার জিৎ ফিরছেন বড়ো পর্দায়। এবারে সম্পূর্ণ অন্য অবতারে ধরা দেবেন অভিনেতা। সম্প্রতি অর্থাৎ পবিত্র রাম নবমীর দিনেই মুক্তি পেয়েছে জিৎ এর আসন্ন ছবি রাবণ (Raavan) এর ট্রেলার৷ যেখানে তাঁকে দেখে অবাক হওয়ার উপক্রম দর্শকদের। সবার মনে একটাই প্রশ্ন এ কোন জিৎ? এতো দিনে করা তাঁর চরিত্র থেকে সম্পুর্ন অন্য রকম চরিত্রে, অন্য রকম লুকে দর্শদের কাছে ধরা দেবেন সুপারস্টার। কখনও তিনি জার্নালিজমের অধ্যাপক রাম আবার কখনও তিনি ভয়াবহ দানব রাবণ।

জিৎ,তনুশ্রী চ্যাটার্জি,রাবণ,দ্যুতিমান ভট্টাচার্য,ডিসিপি,হাওড়া,টলিউড,রাবণের ট্রেলার,Raavan Trailer,Jeet,Tanushree chatterjee,raavan,tollywood

হিন্দু পুরাণ অনুযায়ী রাবণ দুষ্ট অবতার, আবার বিতর্ক রয়েছে রাবণ খুব গুণী মানুষও ছিলেন। মানুষের এই দুই রকমের স্বভাবই ফুটে উঠবে অভিনেতার ছবিতে৷ আসলে প্রতিটা মানুষের মধ্যেই ভালো খারাপ দুই রূপই বর্তমান। এখন প্রশ্ন জিৎ তবে নায়ক নাকি খলনায়ক? উত্তর দেবে ‘রাবণ’।

চেনা লুক থেকে বেরিয়ে নতুন অবতারে এক্কেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছেন জিৎ। সুসজ্জিত দাড়ি, লম্বা চুল, ঘোলা চোখে জিৎ একেবারে ভয়ঙ্কর। সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী লহমা ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী । ট্রেলার দেখেই সিনে বোদ্ধারা মনে করছেন এই ছবি বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করতে চলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥