• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একেই বলে সুপারস্টার! জিতের কণ্ঠে সাথী ছবির ‘ও বন্ধু’ গানের ভিডিও দেখতে উপচে পড়ছে ভিড়

Published on:

Jeet singing Saathi Movie O Bondhu Tumi Sunte ki Pao video goes viral on internet

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তথা টলিউডের বস একজনই তিনি হলেন সুপারস্টার জিৎ (Jeet)। এতবড় সুপারস্টার হওয়া সত্ত্বেও আজ অবধি অহংকার শব্দটা ছুঁতে পারেনি তাঁকে। আর তাই অভিনয়ের পাশাপাশি জিৎ-এর এই ‘জেন্টলম্যান’ ইমেজের ফ্যান গোটা বাংলা। সত্যি বলতে গেলে ৮ থেকে ৮০ সকলেই অন্ধভক্ত জিতের।

রূপোলী পর্দা হোক কিম্বা চোখের সামনে লাইভ প্রিয় এই তারকার দেখা মিলতেই নিমেষের মধ্যে পাল্টে যায় গোটা পরিবেশ। দীর্ঘ অভিনয় জীবনে জিৎ তাঁর অনুরাগীদের জন্য উপহার দিয়েছেন ব্যাক টু ব্যাক একাধিক সুপারহিট সব সিনেমা।  দেখতে দেখতে বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি পার করে ফেলেছেন দু’দশক। আজ থেকে প্রিয় ২১ বছর আগে সেই ২০০২ সালে প্রথম বাংলা সিনেমায় ডেবিউ করেছিলেন জিৎ।

Jeet Sathi movie

অভিনয় করেছেন বাণিজ্যিক এবং ভিন্ন ঘরানার ছবিতেও। কিন্তু ওই যে, একজন অভিনেতার জীবনে যত হিট সিনেমাই আসুক না কেন, তারপরেও তাঁদের মনের কোণে এক বিশেষ জায়গা নিয়ে থাকে তাঁদের প্রথম সিনেমা। ব্যতিক্রম নন বাংলার সুপারস্টার জিৎ-ও। অভিনেতার অনুরাগীদের কাছে আছে আজও ব্যাপক জনপ্রিয় জিৎ অভিনীত প্রথম সিনেমা ‘সাথী’ (Sathi)।

টলিউড,Tollywood,জিৎ,Jeet,গানের ভিডিও,Singing Video,সাথী,Sathi,ও বন্ধু,O Bondhu,ভাইরাল ভিডিও,Viral Video,সোশ্যাল মিডিয়া,Social Media,বাংলা সিনেমা,Bengalli Cinema,Jeet Singing Video,Jeet Singing O Bondhu,Ashirbad Studios

সেই প্রথম সিনেমাতেই বাজিমাত করেছিলেন জিৎ।  রাতারাতি হয়ে উঠেছিলেন বাংলার অসংখ্য তরুণীর ক্রাশ। এই সিনেমাতেই তাঁর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে মহিলারা ভক্তরা সামনে থেকে একবার দেখার জন্য পৌঁছে যেতেন জিতের বাড়ির গেটের সামনে পর্যন্ত।কেউ কেউ তো আবার জিৎকে বিয়ে করার জন্যও পাগল হয়ে উঠেছিলেন।

বিশেষ করে জিৎ এবং প্রিয়াঙ্কা উপেন্দ্র অভিনীত ‘সাথী’ সিনেমার ‘ও বন্ধু’ (O Bondhu) গান, তুমুল হিট করেছিল সেসময়। কি পুজো প্যান্ডেল, কি বিয়ে বাড়ি অথবা পিকনিক সেসময় বাংলা জুড়ে পাড়ায়,পাড়ায় বাজত এই একটাই গান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিতের করা গত বছরের একটি প্রোগ্রামের ভিডিও।

সেখানে ধরা পড়েছে অভিনেতা জিতের এক দারুন প্রতিভা। ভিডিওতে দেখা ভীড়ে ঠাসা অনুরাগীদের জন্য মাইক হাতে সাথে জনপ্রিয় ‘সাথী’ সিনেমার ‘ও বন্ধু’ গান গাইছেন জিৎ। প্রিয় নায়কের গলায় এই গান শুনে ভাইরাল এই ভিডিওটির কমেন্ট সেকশনে ভালোবাসায় মুড়িয়ে দিয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥