• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্ত্রী ছাড়া অন্য মেয়েদের দিকে ফিরেও তাকান না! স্ত্রী মোহনার সাথে রোমান্টিক ভিডিও পোস্ট করলেন জিৎ

জিৎ,মোহনা,টলিউড,ভাইরাল ভিডিও,jeet,mohona,tollywood,viral video,romantic video

আজকাল টলিউড বলুন বা বলিউড সবসময়ই শিরোনামে থাকে কোনোও না কোনোও তারকার বিচ্ছেদের খবর বা গুঞ্জন। কিন্তু এমন অনেক তারকা দম্পতি রয়েছেন যারা বছরের পর বছর ধরেই নিজের মনের মানুষ, আর সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জমিয়ে সংসার করছেন। ঠিক এমনই এক মিষ্টি দম্পতির জ্বলন্ত উদাহরণ হল টলিউডের সুপারস্টার জিৎ এবং তার স্ত্রী মোহনা।

টলিউড ইন্ডাস্ট্রির এক নম্বর সুপারস্টার জিৎ গত প্রায় এক দশক ধরে দর্শকদের অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। এখন ছবিতে অভিনয়ের পাশাপাশি রিয়েলিটি শো গুলিতে বিচারকের দায়িত্বও পালন করেন। কিন্তু সারা জগতের কাছে এত বড় সুপারস্টার হলেও বাস্তবে এক্কেবারে জিৎ শান্তশিষ্ট পত্নী নিষ্ঠ ভদ্রলোক। নিজের সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় অভিনেতা। তাই মাঝে মধ্যেই পরিবারের সঙ্গেও নানান মুহুর্তের ছবি শেয়ার করে থাকেন জিৎ।

Jeet Madnani & Mohana Ratlani

ব্যক্তিগত জীবনে কোনো তথাকথিত নায়িকাকে স্ত্রী হিসেবে বেছে নেননি জিৎ। বরং তার স্ত্রী মোহনা বিনোদন জগত থেকে শত হস্ত দূরে। ২০১১ সালে জিৎ বিয়ে করেন মোহনাকে। আর বিয়ের পর থেকে জমিয়ে সুখেই সংসার করছেন তারা।

Jeet in Gurudwara জিৎ

সম্প্রতি জিৎ স্ত্রী মোহনার সাথে কাটানো বিশেষ কিছু মুহুর্তের একটি রোমান্টিক ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে দুজনেই দুর্দান্ত পোশাকে একে অপরের হাত ধরে হাসি হাসি মুখে একসাথে বসলেন। এবং স্ত্রীয়ের সাথে পোজ ও দিলেন। স্ত্রীয়ের দিক থেকে অভিনেতা মুগ্ধতার দৃষ্টি যেন আর সরছেই না৷ পিছনে বাজছে অরিজিৎ সিং এর রোমান্টিক গান রাবতা।

জিৎ,মোহনা,টলিউড,ভাইরাল ভিডিও,jeet,mohona,tollywood,viral video,romantic video

সব মিলিয়ে দুজনের দিক থেকে যেন চোখই ফেরানো যাচ্ছেনা৷ এই রোমান্টিক দৃশ্য দেখে কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়েছেন টলিউডের অভিনেত্রীরা। দেবের প্রেমিকা রুক্মিনী, শুভশ্রী থেকে শুরু করে রচনা ব্যানার্জি সকলেই এই তারকা দম্পতির জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥