• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়ক এবার খলনায়ক! শীঘ্রই মুক্তি পেতে চলেছে বহুপ্রতীক্ষিত রাবণ, নায়িকা এক্কেবারে নতুন মুখ

jeet,ravaan,tollywood,new film,ravaan release date

জিত দেবের হাত ধরে ফের চাঙ্গা হচ্ছে টলিউড। ঠিক যেমন কদিন আগেই চূড়ান্ত সফল হয়েছিল দেবের ছবি ‘টনিক’ (Tonic)। কিন্তু বহুদিন হল বড় পর্দায় দেখা মেলেনা অভিনেতা জিতের৷ এখনও পর্যন্ত বহু ভাষাতেই ‘রামায়ণ’ নিয়ে বহু ছবি, ধারাবাহিক তৈরি হয়েছে। কিন্তু টলিউডের নিজস্ব প্রোডাকশন হিসেবে এই প্রথমবার বড় পর্দায় আসতে চলেছে ‘রাবণ’ (Ravaan)। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা জিৎ। ইতিমধ্যেই তার ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে।

যা দেখা মাত্রই দর্শকদের কৌতুহল আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে৷ বলাই বাহুল্য, এহেন অবতারে আগে জিতকে খুব একটা দেখা যায়নি। তাই এই ছবির মুক্তির জন্য চাতকের মত অপেক্ষা করে রয়েছে অভিনেতার অনুরাগীরা৷ এবার তাদেরকেই কার্যত সুখবর শোনালেন জিত। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই জানিয়েছেন খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে রাবণ।

Jeets ravan look, জিৎ-এর রাবণ লুক

এর আগে জিতের জন্মদিনেই প্রকাশ্যে এসেছিল জিতের আসন্ন ছবি ‘রাবণ’ এর টিজার। এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। এই ছবিতে জিতের পাশাপাশি অভিনয় করছেন তনুশ্রী চ্যাটার্জি, এবং ইন্ডাস্ট্রির নবাগতা অভিনেত্রী লহমা ভট্টাচার্য। জানিয়ে রাখি, এটিই লহমার প্রথম ছবি।

 

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

দশেরা অর্থাৎ রাবণ বধের দিনেই ‘রাবণ’ (Ravan) অবতারে ধরা দিয়েছিলেন বাংলার ‘অসুর’। গতবছর একইসাথে ছিল বিজয়া দশমী এবং দশেরা। আর এই বিশেষ দিনেই ইনস্টাগ্রামে নিজের আসন্ন সিনেমা রাবণের নতুন লুক সামনে এনেছিলেন অভিনেতা। এই সিনেমার হাত ধরেই প্রথমবার আদ্যোপান্ত খলনায়কের চরিত্রে নিজেকে তুলে ধরার চ্যালেঞ্জ নিতে চলেছেন জিৎ। চলতি বছরের ঈদে অর্থাৎ ২৯শে এপ্রিল মুক্তি পাবে জিৎ অভিনীত এমএনরাজ পরিচালিত ছবি রাবণ (Raavan)।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥