• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চরম মিথ্যাবাদী, নাম ডুবিয়েছে পরিবারের! বচ্চন ফ্যামিলির সবচেয়ে বড় মিথ্যাবাদীর নাম ফাঁস করলেন জয়া

Published on:

Jaya Bachchan reveals the name of biggest liar of Bachchan family

বলিউডের অন্যতম সেরা পরিবারের মধ্যে একটি হল বচ্চন পরিবার (Bachchan family)। বচ্চন পরিবার মানেই হল সংস্কৃতি, নিয়ম নিষ্ঠা। কিন্তু সেই পরিবারের এক সদস্যই নাকি চরম মিথ্যাবাদী। উঠতে বসতে মিথ্যা কথা বলেন। এমনকি সেই সদস্য মিথ্যা কথা বলে একাধিকবার পরিবারের সদস্যদের হাতে ধরাও পড়েছেন। তা সত্ত্বেও শুধরনোর কোনও নামই নেই।

সম্প্রতি বচ্চন পরিবারের সবচেয়ে বড় মিথ্যাবাদীর নাম প্রকাশ্যে ফাঁস করে দিয়েছেন অমিতাভ বচ্চনের ঘরণী জয়া বচ্চন (Jaya Bachchan)। অবশ্য শুধুমাত্র জয়াই নন, সেই সদস্যের কীর্তি ফাঁস করেছেন অমিতাভ কন্যা শ্বেতাও। নিশ্চয়ই ভাবছেন কে সেই সদস্য? অমিতাভ, অভিষেক নাকি ঐশ্বর্য, বচ্চন পরিবারের সবচেয়ে মিথ্যাবাদী সদস্য কে?

Bachchan family

তাহলে জানিয়ে রাখি, বিগ বি, জুনিয়র বচ্চন কিংবা অ্যাশ নন, বচ্চন পরিবারের সবচেয়ে মিথ্যাবাদী সদস্য হলেন অমিতাভের নাতনি। না, আরাধ্যা নন। বরং শ্বেতার মেয়ে নভ্যা নভেলি নন্দা (Navya Naveli Nanda)। হ্যাঁ, ঠিকই দেখছেন, মিষ্টি দেখতে শান্ত স্বভাবের নভ্যাই বচ্চন পরিবারের সবচেয়ে বড় মিথ্যাবাদী।

শ্বেতা কন্যা মা এবং দিদিমা জয়ার সঙ্গে একটি পডকাস্ট শুরু করেছেন। সেখানেই বচ্চন পরিবারের অন্দরের নানান অজানা কথা তুলে ধরেন তাঁরা। সম্প্রতি একটি এপিসোডে মেয়ে নভ্যার ৪ বছর আগের এক কাণ্ড ফাঁস করে শ্বেতা বলেন, ‘দিল্লিতে একবার নভ্যা এবং অগস্ত্য (শ্বেতার পুত্র) পার্টিতে গিয়েছিল। ওঁদের বাড়ি ঢোকার সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে যেতেই আমি ফোন করি। আর নভ্যা ফোন ধরেই মুখের ওপর বলে ‘এই তো মা আমরা ঢুকছি’। শ্বেতা বলেন, পার্টির জায়গাটি বাড়ি থেকে ১ ঘণ্টা দূরে ছিল। দিদি নভ্যা এমন অনায়াসে মিথ্যা বলে দেওয়ায় নাকি অবাক হয়ে গিয়েছিলেন অগস্ত্যও।

Jaya Shweta and Navya

এরপর জয়া প্রিয় নাতনির এক কীর্তি ফাঁস করে বলেন, বচ্চন পরিবারের বাচ্চারা নিজের ইচ্ছামতো বাড়ি থেকে বেরোতে পারে না। আর বেরোলেও তাঁদের সঙ্গে থাকে বিশেষ কেউ। সেই সঙ্গেই বেঁধে দেওয়া থাকে সময়। জয়া জানান, নভ্যা একবার বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়ি না ঢোকাও চিন্তায় ঘুমোতে পারছিলেন না জয়া। বারবার নিরাপত্তারক্ষীকে জিজ্ঞেস করছিলেন তিনি।

শেষে সদুত্তর না পেয়ে নভ্যাকেই ফোন করেন তাঁর দিদিমা। ফোন ধরেই নাকি তিনি বলেন, তিনি নাকি তাঁর ঘরে রয়েছেন। জয়া ঘোরে গিয়ে দেখেন, নভ্যা তখন সবে ঢুকছেন। এই ঘটনা শুনে শ্বেতা কন্যা বলেন, ‘ওটা খুব খারাপ অভিজ্ঞতা ছিল। খুবই অদ্ভুত একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমি’।

Navya Naveli Nanda

নভ্যার কাজের দিক থেকে বলা হলে, তিনি জানিয়ে দিয়েছেন সিনেমায় কাজ করার কোনও ইচ্ছা নেই তাঁর। এক অলাভজনক সংস্থার সহ প্রতিষ্ঠাতা তিনি। সেখানে মহিলাদের নানান সমস্যার কথা তুলে ধরা হয়। লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়। অপরদিকে নভ্যার ভাই তথা শ্বেতার পুত্র অগস্ত্য জোয়া আখতারের ‘দ্য আর্চিস’এর মাধ্যমে শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥