খবরবিনোদন

শাহরুখের সাথেই রিটায়ারমেন্ট ঘোষণা করলেন দক্ষিণী সুন্দরী নয়নতারা!

শাহরুখ এর 'জওয়ান' ছবিই শেষ, অভিনয় ছাড়ছেন নয়নতারা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির (South Indian industry) ‘লেডি সুপারস্টার’ বলা হয় তাঁকে। শীঘ্রই বলিউডেও পা রাখছেন নয়নতারা (Nayanthara)। ‘বাদশাহ’ শাহরুখ খানের (Shahrukh Khan) আগামী ছবি ‘জওয়ান’এ নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু এসবের মাঝেই আচমকা জানা গেল, অভিনয় থেকে অবসর গ্রহণ করেছেন নয়নতারা! প্রিয় তারকার অভিনয় ছাড়ার খবরে স্বাভাবিকভাবেই প্রচণ্ড মন খারাপ হয়ে গিয়েছে অনুরাগীদের।

ব্লকবাস্টার ‘পাঠান’এর পর শাহরুখকে দেখা যাবে ‘জওয়ান’এ। এই ছবি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। নায়িকা এবং খলনায়কের চরিত্রেও দেখা যাবে দক্ষিণের দুই নামী সুপারস্টার নয়নতারা এবং বিজয় সেতুপতিকে। এছাড়াও শোনা যাচ্ছে, আল্লু অর্জুন এবং থালাপতি বিজয় ক্যামিও রোলে থাকবেন ‘জওয়ান’এ।

Nayanthara, Nayanthara quits acting

‘পাঠান’এর পর এই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ যখন আস্তে আস্তে চড়তে শুরু করেছে ঠিক সেই সময়ই জানা গেল, অভিনয় দুনিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন নয়নতারা। বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ব্যক্তিগত জীবনের কারণেই আপাতত কর্মজীবন থেকে বিরতি নিচ্ছেন ‘জওয়ান’ অভিনেত্রী।

ফিল্মবিটে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যমজ সন্তানের দেখভাল করবেন বলে অভিনয় দুনিয়া থেকে সাময়িক বিরতি নিচ্ছেন নয়নতারা। যদিও চলচ্চিত্র জগৎ থেকে একেবারে দূরে সরে যাচ্ছেন না তিনি। অভিনয় থেকে দূরে গেলেও নয়নতারা তাঁর স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে প্রযোজনার কাজ সামলাবেন বলে জানা গিয়েছে।

Nayanthara, Nayanthara quits acting

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘জওয়ান’ এবং ‘একে ৬২’এর কাজ শেষ করে অভিনয় দুনিয়া থেকে বিরতি নেবেন নয়নতারা। যদিও সাউথের ‘লেডি সুপারস্টার’এর অভিনয় দুনিয়া থেকে সরে দাঁড়ানোর খবর ছড়িয়ে পড়লেও এখনও পর্যন্ত অভিনেত্রী নিজে এই বিষয়ে মুখ খোলেননি। সেই জন্য খবরের সত্যতা নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন রয়েই গিয়েছে।

উল্লেখ্য, গত বছর ৯ জুন দীর্ঘদিনের প্রেমিক বিগ্নেশ শিবানের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন নয়নতারা। রাজকীয় সেই বিয়েতে উপস্থিত ছিলেন রজনীকান্ত, শাহরুখ খানের মতো সুপারস্টাররা। বিয়ের ৪ মাসের মাথায়, অক্টোবরে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হন নয়নতারা। এরপর থেকে সন্তান এবং কাজ দুই-ই সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন অভিনেত্রী।

Back to top button