• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সদ্য মিটেছে বিয়ে, রইল জসপ্রীত বুমরাহ ও সঞ্জনার বিয়ের একগুচ্ছ অদেখা ছবির অ্যালবাম

Published on:

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

দীর্ঘদিন ধরেই স্পোর্টস চ্যানেল ষ্টার স্পোর্টসের (Star Sports) সঞ্চালিকা সাঞ্জানা গণেশেনের (Sanjana Ganeshan) সাথে বিয়ের গুঞ্জন চলছিল জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। আইপিএল ম্যাচে প্রথম পরিচয় তারপর পরিচয় বদলে যায় প্রেমের সম্পর্কে। এরপর দীর্ঘদিন ধরে প্রেম করার পর শেষমেশ গত ১৫ই মার্চ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বুমরাহ ও সঞ্জনা।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

এদিন গোয়াতে রাজকীয় আয়োজন করা হয়েছিল বুমরাহর বিয়েতে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায়  রেখে অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্যা ছিল সীমিত। দুই পরিবারের কিছু নিকট আত্মীয় ও অল্প সংখ্যক বন্ধুদের নিয়েই সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন জসপ্রীত বুমরাহ। ছবি শেয়ার করে লেখেন, ‘প্রেম হল এমনই একটা অনুভূতি যেটা তোমাকে সঠিক পথে চালনা করবে। আর এই প্রেমের ওপর ভিত্তি করেই আমরা আমাদের নতুন জীবন শুরু করতে চলেছি একত্রে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনের মধ্যে অন্যতম। সকলের কাছে আমাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও প্রার্থনা করেছি’।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

বিয়ের এই ছবি পোস্ট করা মাত্রই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। জসপ্রীত ও সঞ্জনাকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল সহ আরো অনেক ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়রা।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

সম্প্রতি বুমরাহর বিয়ের আরো কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে এসেছে। ছবিতে মেহেন্দি, গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের একাধিক ছবি রয়েছে।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

গায়ে হলুদের ছবিতে হাসি মুখে ধরা দিয়েছেন বুমরাহ ও সঞ্জনা। সঞ্জনার পরণে ছিল হলুদ রঙের শাড়ি সাথে ম্যাচিং কাঁধ কাটা ব্লাউজ। অন্যদিকে বুমরাহর পরনে ছিল হালকা রঙের কুর্তা।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

এছাড়াও বিয়ের ঠিক আগের মুহূর্তের কিছু ছবিও ভাইরাল হয়েছে।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

একটি ছবিতে বিয়ের পোশাকে হাতে ট্যাব নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে নব দম্পতিকে।

Jasprit Bumrah Sanjana Ganeshan Wedding Photos

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥