সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। দীর্ঘদিন ধরেই স্পোর্টস চ্যানেল ষ্টার স্পোর্টসের (Star Sports) সঞ্চালিকা সাঞ্জানা গণেশেনের (Sanjana Ganeshan) সাথে বিয়ের গুঞ্জন চলছিল জসপ্রীতের। জানা যায় IPL থেকেই দুজনের পরিচয় আর সেখান থেকেই প্রেমের সূত্রপাত। কিন্তু কিছুদিন আগেই দুজনের গোপন প্রেমের সম্পর্ক সামনে আসে। অবশেষে আজ গোয়াতে (Goa) রাজকীয়ভাবে জীবনের নতুন অধ্যায় জসপ্রীত বুমরাহ ও সাঞ্জানা গণেশন।
সোশ্যাল মিডিয়াতে নিজেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেছেন ক্রিকেটার জসপ্রীত বুমরাহ। বিয়ের ছবি শেয়ার করে বুমরাহ লিখেছেন, ‘ প্রেম হল এমনই একটা অনুভূতি যেটা তোমাকে সঠিক পথে চালনা করবে। আর এই প্রেমের ওপর ভিত্তি করেই আমরা আমাদের নতুন জীবন শুরু করতে চলেছি একত্রে। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনের মধ্যে অন্যতম। সকলের কাছে আমাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও প্রার্থনা করেছি।’
“Love, if it finds you worthy, directs your course.”
Steered by love, we have begun a new journey together. Today is one of the happiest days of our lives and we feel blessed to be able to share the news of our wedding and our joy with you.
Jasprit & Sanjana pic.twitter.com/EQuRUNa0Xc
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 15, 2021
বিয়ের এই ছবি পোস্ট করা মাত্রই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। জসপ্রীত ও সঞ্জনাকে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহাল সহ আরো অনেক ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়রা। যেমনটা জানা যাচ্ছে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই অল্প সংখ্যক নিমন্ত্রিতদের নিয়েই হয়েছে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু লোক ও খুবই কাছের কিছু বন্ধু বান্ধবীদের নিয়েই হয়েছে অনুষ্ঠান।
বিয়ের জন্য ভারত-ইংল্যান্ড ফোর্থ টেস্ট থেকে কিছুটা ছুটিও চেয়ে নিয়েছেন জসপ্রীত। এদিকে টি-২০ ক্রিকেটের ভারতীয় দলেও নাম নেই জসপ্রীত বুমরাহ-এর। এছাড়া আশা করা হচ্ছে যে ভারত বনাম ইংল্যান্ডের একদিনের সিরিজেও হয়তো দেখতে পাওয়া যাবে না জসপ্রীতকে। সদ্য বিয়ে হয়েছে বলে কথা। তবে জানা যাচ্ছে আইপিএল (IPL) এর মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের জার্সিতে থাকছেন জসপ্রীত।