আজকাল প্রেমটা (Love) যেন ফ্যাশনে পরিণত হয়েছে। উর্তী বয়সের কিশোর হোক বা কিশোরী বেশিরভাগই প্রেমে পরে যান। এমনকি এখনতো একেবারে ছোট থেকেই অনেকে প্রেমে পরে যাচ্ছেন। আর প্রেম মানে পুরোনো দিনের সেই নস্টালজিক প্রেম নয় এই প্রেম আধুনিক। এতটাই আধুনিক যে মাঝে মধ্যেই শোনা যায় একই লোকের নাকি দুই তিন বা তারও বেশি প্রেমিকা রয়েছে। একইভাবে একজন মহিলার একাধিক প্রেমিক রয়েছে। এমনকি বিয়ের পরেও পরকীয়ার খবর কম আসে না।
কিন্তু যদি বলি একই সাথে ৩৫ জনের সাথে প্রেম! কি চমকে উঠলেন মনে হচ্ছে? আপনি হয়তো ভাবছেন একই সাথে ৩৫ জনের সাথে প্রেম এও আবার সম্ভব নাকি! কিন্তু মজার বিষয় হল ঘটনাটা একেবারেই সত্যি। কিন্তু মুশকিল হল একসাথে এতগুলো প্রেম করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন এই ব্যক্তি। সেই জন্যই অবশ্য খবরটি জানতে পারা, নাহলে এমন এক প্রেমিকের কথা অজানাই থেকে যেত।
ঘটনাটি ঘটেছে জাপানের (Japan) কানসাই অঞ্চলে, সেখানে তাকাশি মিয়াগাওয়া (Takashi Miyagawa) নামের এক ৩৯ বছরের ব্যক্তিই এই অসাধ্য সাধন করেছেন। দিব্যি ৩৫টি প্রেমিকার সাথে প্রেম চালিয়ে যাচ্ছিলেন তাকাশি। কিন্তু মুশকিল হল জন্মদিনে প্রেমিকাদের থেকে পাওয়া উপহার নিয়ে মিথ্যাচারের জেরে। কারণ ৩৫টি প্রেমিকাকে নিজের আলাদা আলাদা জন্মদিন বলেছিলেন তিনি। কাউকে ফেব্রুয়ারি তো কাউকে এপ্রিল তো কাউকে আবার জুন মাসে। অথচ যেমনটা জানা যাচ্ছে তাকাশির আসল জন্মদিন ১৩ই নভেম্বর।
তাকাশি নিজেকে অবিবাহিত বলেই প্রেমিকাদের থেকে জন্মদিনের গিফট পেয়ে সেগুলি বিক্রি করে টাকা পেত তাকাশি। নিজেকে অবিবাহিত বলেই প্রেম পর্ব শুরু করত তাকাশি। অবিবাহিত মহিলাদের সাথেই গড়ে তুলতে প্রেমের সম্পর্ক। কিন্তু এক এক অনুষ্ঠানের আলাদা আলাদা মহিলাদের সাথে দেখা যাওয়ায় ধরা পরে যান তাকাশি। এরপরই তার প্রেমিকারা একত্রিত হয়ে পুলিশে অভিযোগ করলে গ্রেপ্তার হয় ওই ব্যক্তি।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুলিশের কাছে ধরা পড়ার পর থেকে মোট ৩৫ জন প্রেমিকার খোঁজ মিলেছে। তবে, জাপানের প্রশাসনের অনেকেই বিশ্বাস করেন হয়তো আরো কিছু প্রেমিকা রয়েছে তাঁর।যারা হয়তো এখনো এই প্রতারণার খবর জানতে পারে নি।