• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মাষ্টমী স্পেশাল এপিসোড হচ্ছে অথচ Didi No 1-এ বাদ মিঠাই! ক্ষোভে ফেটে পড়ল ভক্তরা

জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’। সারা সপ্তাহ ধরেই এই রিয়েলিটি শোতে বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবন সংগ্রামের লড়াকু কাহিনী শোনাতে আসেন তারা। যা অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণামূলক। তবে শুধু সাধারণ মানুষই নয় মাঝেমধ্যেই দিদি নাম্বার ওয়ান (Didi No 1)-এর মঞ্চে মাঝে মধ্যেই খেল দেখাতে আসেন সেলিব্রেটিরাও। শুরু থেকে এই শো-কে এক অন্য মাত্রা দিয়েছেন টলিউড অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সঞ্চালনা।

আজ জন্মাষ্টমী। গোপাল ভক্ত বাঙালিদের কাছে আজকে একটা বিশেষ দিন।  আজকের দিনে দিদি নাম্বার ওয়ানের জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে (Janmashtami Special Episode) অতিথি হয়ে আসবেন একঝাঁক অভিনেত্রী। জি বাংলার পর্দায় এই এপিসোড-এর প্রোমো দেখা গেলেও এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের কোন ভিডিও শেয়ার করা হয়নি। তবে ইতিমধ্যেই এই শো এর বেশ কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

   

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,Janmastami Special,জন্মাষ্টমী স্পেশাল,Shruti Dasশ্রুতি দাস,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিত্রিশা কুন্ডু

শ্রুতির শেয়ার করা ফটোতে দেখা যাচ্ছে তার সাথেই থাকবেন টেলি অভিনেত্রী এলফিনা, শ্রীতমা এবং মধুবনী গোস্বামীকে। আর এখান থেকেই  শুরু হয়েছে বিতর্ক। একথা সকলেই জানেন জি বাংলার সেরা সিরিয়াল ‘মিঠাই’ তে আসল নায়ক গোপাল। সিরিয়ালে তাঁর ইশারাতেই হয় সব কিছু।তিনিই সবকিছুর মূল সৃষ্টিকর্তা।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,Janmastami Special,জন্মাষ্টমী স্পেশাল,Shruti Dasশ্রুতি দাস,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিত্রিশা কুন্ডু

শুধু তাই নয় সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) নিজেও দারুণ গোপাল ভক্ত। তাই এখানেই রাগ মিঠাই ভক্তদের। তাদের দাবি মিঠাই একজন গোপাল ভক্ত হয়েও জন্মাষ্টমী স্পেশাল এপিসোডে ডাক পেলেন না দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। অথচ এদিন দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেখা যাব ছোট পর্দার সেইসব  অভিনেত্রীদের যারা এখন পর্দায় কোন কাজই করছেন না।

দিদি নাম্বার ওয়ান,Didi No 1,Janmastami Special,জন্মাষ্টমী স্পেশাল,Shruti Dasশ্রুতি দাস,Mithai,মিঠাই,Soumitrisha Kundu,সৌমিত্রিশা কুন্ডু

এছাড়া তাদের ক্ষোভের পিছনে আরও একটি কারণ রয়েছে। প্রসঙ্গত মিঠাই শুরু হয়েছে দেড় বছর হয়ে গিয়েছে। অথচ এখনও পর্যন্ত জি বাংলার বেঙ্গল টপার সিরিয়ালের নায়িকা সৌমিতৃষাই  ডাক পায়নি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। সব মিলিয়ে বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মিঠাই অনুরাগীরা