• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুলে পাক ধরলেও কমেনি মনের জোর! দেখুন পুরস্কার হাতে কি বললেন ‘জন্মভূমি’র পিসিমা 

Published on:

Janmabhumi serial Pisima actress Mita Chatterjee's speech after taking award

বাংলা সিরিয়ালের (Bengali Serial) মাইলফলক একটি সিরিয়াল হল জন্মভূমি (Janmabhumi)। এই সিরিয়ালে পিসিমা (Pisima) চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী অভিনেত্রী মিতা চ্যাটার্জী (Mita Chatterjee)। বর্তমানে তার বয়স ৯০ বছরেরও বেশি। যদিও বরাবরই বয়স তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা। তাই এই বয়সেও দারুন প্রাণখোলা স্বভাবের অভিনেত্রী।

হাসিখুশি এই বর্ষীয়ান অভিনেত্রী সম্প্রতি নিজের বয়সের ভারকে তুড়ি মেরে উড়িয়েই পৌঁছে গিয়েছিলেন টিভির নাইন বাংলার তরফে আয়োজিত ঘরে ঘরে বায়োস্কোপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।সেখানেই এদিন  বিশেষ সম্মান হয়েছিল অভিনেত্রীকে। তাঁর হাতে পুরস্কার তুলে দিতে এগিয়ে এসেছিলেন মঞ্চে উপস্থিত  ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী  মুনমুন সেন।

Tollywood,টলিউড,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জন্মভূমি,Janmabhumi,পিসিমা,Pisima,মিতা চ্যাটার্জী,Mita Chatterjee,পুরুষ্কার,Award,বক্তব্য,Speech

পুরস্কার হাতে নিয়ে এদিন ধরা গলায় বর্ষীয়ান অভিনেত্রী বলতে শুরু করেন, ‘এই আনন্দের মুহূর্ততে আমার বোধহয় শ্বাসরোধ হয়ে যাবে। এখানে আমি নতুন করে কিছু বলতে পারব, তা আমি ভাবতেও পারছি না। সকলের আনন্দে আমি আপ্লুত হলাম’।  সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘আমার মেয়ে মুনমুনের হাত থেকে এই সম্মান আমি পেলাম। খুব ভাল লাগছে, আমার ভাই, আমার ছেলে, আমার নাতি, সব্বাই এসেছে, আমার বুক ভরে গিয়েছে, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।’

সেইসাথে অভিনেত্রী আরও বলে চললেন, ‘অভিনয় যেন একটা অভিজ্ঞতা। ঘরের মধ্যে হঠাৎ করে একটা চড়ুই পাখি যদি এসে যায়, সে কী করছে, কেমন আছে দেখতে ভাল লাগে। এসে বসল, ফড়ফড় করে উড়ে গেল, কিন্তু যখন চলে যায়, মনটা খারাপ হয়ে যায়, ও মা চলে গেল, ছিল তো! কই ওই তো আবার এসেছে। এই অভিজ্ঞতাটাই দারুন’।

Tollywood,টলিউড,Bengali Cinema,বাংলা সিরিয়াল,Bengali Serial,জন্মভূমি,Janmabhumi,পিসিমা,Pisima,মিতা চ্যাটার্জী,Mita Chatterjee,পুরুষ্কার,Award,বক্তব্য,Speech

বাংলার কালজয়ী ধারাবাহিক ‘জন্মভূমি'(Janmabhumi)-র পিসিমা (Pisima) নামেই বেশী সমাদৃত আজও। বর্ষীয়ান এই অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘ত্রিনয়নী’ সিরিয়ালে তারপর থেকে বিগত প্রায় তিন বছরেরও  বেশি সময়  ধরে লাইট ক্যামেরা অ্যাকশনের জগত থেকে ইচ্ছাকৃতভাবেই নিজেকে সরিয়ে রেখেছেন অভিনেত্রী।

তবে অভিনয় থেকে দূরে আছেন বলে তিনি যে কাজ করা থামিয়ে দিয়েছেন তা কিন্তু নয়।  বাড়ি বসেই নিভৃতে চলছে বই লেখালেখির কাজ। প্রসঙ্গত বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর অনেক অল্প বয়সেই হাতেখড়ি হয়েছিল অভিনয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥