• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেপোটিমের রাজত্ব বলিউড! দিদি জাহ্নবীর পর বোন খুশি কাপুর সিনেমায় নামতেই ট্রোল নেটিজেনদের

Published on:

After Janhavi Kapoor sister Khushi Kapoor debut in Bollywood

বলিউডের নামী অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবীর (Janhvi Kapoor) বড় পর্দায় ডেবিউ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গিয়েছে। এবার বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন তাঁর ছোট মেয়ে খুশি (Khushi Kapoor)। জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’এর মাধ্যমে বলিউডে পা (Bollywood debut) রাখতে চলেছেন তিনি। তবে শুধু খুশিই নয়, এই ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের কন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্থ্য নন্দাও।

‘দ্য আর্চিস’এর সংবাদে দর্শকদের একাংশ যেমন বেশ খুশি হয়েছেন, তেমনই আবার অন্য এক অংশ নেপোটিজম নিয়ে সরব হয়েছেন। ‘নেপোটিজমের ধ্বজাধারী’ এই ছবিকে প্রকাশ্যে একহাত নিয়েছেন তাঁরা। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন শ্রীদেবীর বড় মেয়ে এবং খুশির দিদি জাহ্নবী। জানালেন, তাঁর বোন নাকি অডিশন দিয়ে ‘দ্য আর্চিস’এ সুযোগ পেয়েছেন। যা শুনে হাসির রোল উঠেছে নেট পাড়ায়।

The Archies

খুশির বলিউড ডেবিউ নিয়ে সম্পূর্ণ কাপুর পরিবার বেশ এক্সাইটেড। মেয়েকে রুপোলি পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। ব্যতিক্রম নন জাহ্নবীও। সম্প্রতি বোনের বলিউড ডেবিউ প্রসঙ্গে জাহ্নবীকে জিজ্ঞেস করা হয়। জবাবে শ্রীদেবী কন্যা বলেন, ‘আমি খুব খুশি এবং উত্তেজিত। আমি আমার বোনকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি এবং এই চরিত্রের জন্য ওঁকে অডিশন দিতেও দেখেছি। ও এটা নিজে মন প্রাণ দিয়ে চাইত। আমি ওঁর জন্য খুব খুশি এবং আমি চাই সিনেমাটি ভালো হোক’।

janhvi kapoor and khushi kapoor

শুধু এটুকুই নয়, শ্রীদেবী কন্যা এরপর ট্রোলিং নিয়েও মুখ খোলেন। বোন খুশিকে ট্রোল করলে ফল যে ভালো হবে না, সেই হুমকিও দিয়েছেন। জাহ্নবী বলেন, ‘যদি কেউ ওঁর বিষয়ে খারাপ কিছু বলে, এই ট্রোলাররা, আমি ওঁদের দেখে নেব। আমি দিব্যি খেয়ে বলছি। আমি একেবারে পছন্দ করি না ওঁদের’।

Janhvi Kapoor

‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী। এরপর একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। শ্রীদেবী কন্যার ঝুলিতে রয়েছে, ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনাঃ দ্য কার্গিল গার্ল’এর মতো ছবি। যত সময় যাচ্ছে, প্রশংসিত হচ্ছে জাহ্নবীর অভিনয়ও।

শ্রীদেবীর বড় মেয়ে এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘গুড লাক জেরি’ ছবির প্রচার চালাচ্ছেন। আগামী ২৯ জুলাই মুক্তি পাবে এই ব্ল্যাক কমেডি ছবিটি। এরপর তাঁকে নীতেশ তিওয়ারির ছবি ‘বাওয়াল’এ বরুণ ধাওয়ানের বিপরীতে এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে রাজকুমার রাওয়ের বিপরীতে দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥