• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রচণ্ড অহংকার! শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে কাজ করব না, সাফ জানালেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

Updated on:

Janhvi Kapoor says working opposite Shah Rukh Khan, Salman Khan and Aamir Khan would be strange

বলিউডের তিন সুপারস্টার হলেন শাহরুখ খান (Shah Rukh Khan), আমির খান (Aamir Khan) এবং সলমন খান (Salman Khan)। নতুন নায়িকারা তো বটেই বহু বছর ধরে ইন্ডাস্ট্রি কাঁপানো নায়িকারাও এই তিন অভিনেতার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন। তবে ব্যতিক্রম হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের ‘খান ত্রয়ী’র সঙ্গে স্ক্রিন শেয়ার করার তাঁর বিন্দু মাত্র ইচ্ছা নেই। যা শোনার পর থেকেই প্রচণ্ড অবাক হয়েছেন নেটিজেনরা। আবার তাঁর এই বক্তব্যে শাহরুখ, সলমন এবং আমিরের অনুরাগীদের একাংশ বেশ রেগেও গিয়েছেন। কেউ কেউ তো তাঁকে ‘অহংকারী’ বলে কটাক্ষ করতেও পিছপা হয়নি।

Shah Rukh Khan Salman Khan and Aamir Khan

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের জাহ্নবী সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর প্রিয় পুরুষ সুপারস্টার কে যার সঙ্গে তিনি কাজ করতে চাইবেন? জবাবে শ্রীদেবী কন্যা বলেন রণবীর কাপুর এবং বরুণ ধাওয়ান। এরপরই তাঁকে জিজ্ঞেস করা হয় শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে কাজ করতে চান কিনা।

জবাবে শ্রীদেবী কন্যা সোজাসাপ্টা ধরণে বলেন, উনি নিজে এই তিন তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান। তবে ওনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তাঁর একটু ‘অদ্ভুত’ লাগবে। জাহ্নবীর কথায়, ‘ওনারা এত বড় তারকা, সকলে ওনাদের সঙ্গে কাজ করতে চায়। আমি ওনাদের বিপরীতে কাজ করতে একটু অদ্ভুত দেখাবে। তবে আমার ওনাদের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগবে’।

Janhvi Kapoor speaking

সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী অভিনীত ছবি ‘গুড লাক জেরি’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাবু কোকিলা’র হিন্দি রিমেক এটি। দর্শকদের বেশ পছন্দ হয়েছে ছবিটি। এই সিনেমায় জাহ্নবীর সঙ্গেই অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, মিতা বশিষ্ঠ, নীরজ সুদ এবং সুশান্ত সিংয়ের মতো শিল্পীরা।

শ্রীদেবী কন্যার আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, তাঁকে এরপর রাজকুমার রাওয়ের বিপরীতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমায় দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে সানি কৌশলের সঙ্গে ‘মিলি’ এবং বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাওয়াল’ সিনেমাও রয়েছে। আগামী বছর ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥