• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাথরুমে ঢুকেই নোংরামী শুরু করত জাহ্নবী! মেয়েকে নজরে রাখতে দরজা খুলে রাখতেন মা শ্রীদেবী

Published on:

Janhavi Kapoor revealed why mother Sridevi didnot let her close bathroom door

বলিউডের (Bollywood) প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী (Sridevi) প্রয়াত হয়েছেন দেখতে দেখতে ৪ বছর হয়ে গিয়েছে। কিন্তু এখনও তাঁকে হারানোর ধাক্কা সামলে উঠতে পারেননি স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী (Janhvi Kapoor) ও খুশি। বাড়ির প্রত্যেকটি আনাচেকানাচে এখনও রয়েছে কিংবদন্তি অভিনেত্রীর ছোঁয়া।

শখ করে নিজের হাতে চেন্নাইয়ের বিলাসবহুল বাংলো সাজিয়েছিলেন শ্রীদেবী। অভিনেত্রীর মৃত্যুর পরেও সেই বাংলো একই রকমের রয়ে গিয়েছে। সম্প্রতি একটি নামী ফ্যাশান ম্যাগাজিনকে নিজের সেই বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন বলিউড অভিনেত্রী তথা শ্রীদেবী কন্যা জাহ্নবী।

Janhvi Kapoor with family

কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বাড়ির অন্দরমহলে তাকালেই চোখে পড়বে নানান ধরণের পেইন্টিং। জাহ্নবী বলেন, ‘এই বাড়িতেই মা পেইন্টিংয়ের সঙ্গে ভালোবাসা খুঁজে পেয়েছিল। ছুটির দিনগুলো আমরা এভাবেই কাটাতাম। আমি এবং খুশি মায়ের সঙ্গে ছুটি কাটানোর জন্য মুখিয়ে থাকতাম। আর সেখান থেকেই তৈরি হয়েছে আমাদের ছবি আঁকার শখ’।

Janhvi Kapoor house

শোওয়ার ঘর থেকে শুরু করে বাথরুম- সংশ্লিষ্ট নামী ম্যাগাজিনকে বাড়ির প্রত্যেকটি কোণা ঘুরিয়ে দেখান জাহ্নবী। বাড়ির কোন ঘরটি তাঁর মা সবচেয়ে বেশি ভালোবাসতেন সেটিও দেখান তিনি। তখনই দেখা যায়, শ্রীদেবী-বনির বাড়ির মাস্টার বেডরুমের সঙ্গে লাগোয়া বাথরুমে কোনও ছিটকিনি নেই। তখনই এর নেপথ্যের কারণ ফাঁস করেন জাহ্নবী।

Janhvi Kapoor house

‘ধড়ক’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’ খ্যাত অভিনেত্রী বলেন, শ্রীদেবী নিজেই এই বাথরুমে ছিটকিনি লাগাতে দেননি। কারণ কিংবদন্তি অভিনেত্রীর ভয় ছিল যে বাথরুমে ঢুকেই তাঁর মেয়ে ছেলেদের সঙ্গে কথা বলবে। আর সেই জন্যই জাহ্নবীকে কোনোদিন বাথরুমের দরজা লক করার অনুমতি দেননি তাঁর মা। শ্রীদেবী চলে যাওয়ার পরেও তাঁর স্মৃতিতে বাথরুমের ছিটকিনি না লাগানো অবস্থাতেই রেখেছেন জাহ্নবীরা।

শ্রীদেবী কন্যা জানান, তাঁদের এই বাড়িতে নাকি আবার একটা সিক্রেট রুম রয়েছে। কিন্তু সেখানে তিনি কখনও যাননি। তাই সবসময় তাঁর মনে হয় সেখানে রহস্যময় কিছু রয়েছে। তবে জাহ্নবী জানান, সেই ঘরে যাওয়ার প্রয়োজন বোধও করেননি তিনি। অভিনেত্রীর কথায়, তাঁদের এই বাড়ির সঙ্গে অনেক ভালোলাগার স্মৃতির পাশাপাশি নতুনত্বের ছোঁয়াও রয়েছে। আর সেই কারণে শ্রীদেবীর স্মৃতি বিজড়িত এই বাড়িতে সময় কাটাতে তাঁদের খুব ভালোলাগে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥